শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের দেওয়া হয়েছে বিধায়ককে।
সূত্রের খবর বেলা ১২টা ৪০ নাগাদ কোর্ট রুমে ঢোকেন জীবনকৃষ্ণ। সেই সময় কাঠগড়ার পাশেই কোর্ট রুমে বেঞ্চে বসে তার স্ত্রী ও পুত্র। কাঠগড়ায় ওঠার আগে ছেলের দুটো গাল জড়িয়ে জীবন নিজের মাথা ঠেকান ছেলের মাথায়। কপালে চুমু খেয়েই কেঁদে ফেলেন বিধায়ক।
advertisement
তারপরেই কাঠগড়ায় ওঠার পরেও পিছন ঘুরে কাঁদেন জীবনকৃষ্ণ। শনিবার অর্থাৎ আজ ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করা হয় ইডির তরফে। তদন্তের অগ্রগতি সম্পর্কিত তথ্য দেওয়া কেস ডায়েরি জমা দেওয়া হয় আদালতে।
আরও পড়ুন: কৃষ্ণনগরে ছাত্রীর খু*নে বিরাট মোড়! ঈশিতাকে সম্পর্কে থাকতে কী করত দেশরাজ? দেখুন ভিডিও
জীবনকৃষ্ণের আইনজীবী জানান, জামিনের আবেদন করা হয়নি। সেই সঙ্গে সওয়াল জবাবে জীবনের আইনজীবী বলেন, “শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আমাকে ডাকা হয়েছে, আমি গিয়েছি। কিছু নাম ছিল প্রথম দিনের রিমান্ডে যারা জামিন পেয়ে গিয়েছেন। আমি থার্ড লাইন এজেন্ট। আমাকে ডাকা হয়েছিল দুবার। ১২ দিনের জেল হেফাজত মঞ্জুর করা হোক“। আদালত সওয়াল জবাব শুনে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।