আরও পড়ুন - লক্ষ্য মহিলা ভোট, ত্রিপুরা উপনির্বাচনে তৃণমূলের দুই কেন্দ্রে মহিলা প্রার্থী
আপাতত পুজোর বুকিংয়ে নবমীতে যে টিকিট বুকিংয়ের তালিকা পাওয়া যাচ্ছে তা হল- পদাতিক - স্লিপার ৩৩১, থ্রি এসি ২৩৮, ২ এসি ৯৯, দার্জিলিং - স্লিপার ৩৭৯, থ্রি এসি ২৫৮, ২ এসি ৯৯, কাঞ্চনজঙ্ঘা - স্লিপার ১০০থ্রি এসি ২১৭, সরাইঘাট - স্লিপার ১৭৫, থ্রি এসি ২২৫, উপাসনা - স্লিপার ২৯৪, থ্রি এসি - ২১৭, দুন - স্লিপার ২০০, থ্রি এসি - ৭৭ নো রুম ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীর টিকিটে। দার্জিলিং, কামরুপের মতো ট্রেনে৷ নো রুম হচ্ছে প্রতিটি শ্রেণির টিকিট ওয়েটিং লিস্ট অবধি দেওয়ার সক্ষমতা।
advertisement
আরও পড়ুন - এই ব্যক্তি খেয়ে ফেললেন অতিরিক্ত ভায়াগ্রা, ২০ দিন ধরে স্বামীর কাণ্ড দেখে স্ত্রী পাঠালেন হাসপাতালে
কোন শ্রেণীর নো রুম কখন হয়? স্লিপারে - ৪০০, টু এসি - ১০০,থ্রি এসি - ৩০০,এক্সিকিউটিভ এসি - ৩০, এই অবধি ওয়েটিং দেওয়া হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, বুকিং ওপেন করতেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কোভিডের কারণে গত দু'বছর সেভাবে পুজোড় ভিড় চোখে পড়েনি৷ এ বার একেবারে ব্যতিক্রম চিহ্ন। আশা করা যায় অন্যান্য বারের মতো এবারেও আমরা প্রচুর স্পেশাল ট্রেন চালাব।
Abir Ghoshal