এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে গতকাল দক্ষিণ কলকাতার অভিজাত একটি আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দেন ইডি কর্তারা৷ ফ্ল্যাটের ভিতর থেকেই থরে থরে টাকা উদ্ধার হয়৷ সবমিলিেয় উদ্ধার হওয়া টাকার পরিমাণ একুশ কোটি কুড়ি লক্ষ টাকার কাছাকাছি৷
আরও পড়ুন: স্তম্ভিত ও হতবাক ঘনিষ্ঠজনরা, পশুপ্রেমী অর্পিতার এই পরিণতি যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও
advertisement
বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পরই অর্পিতা মুখোপাধ্যায়কে আটকে করে ইডি৷ টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে মেশিন এবং কর্মীদের নিয়ে আসা হয়৷ এর পর আজ বেলার দিকে টাকা গোনার কাজ শেষ হলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্রাক পৌঁছয় দক্ষিণ কলকাতার আবাসনে৷
আরও পড়ুন: মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও, সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অর্পিতা মুখোপাধ্যায়, দেখুন তাঁর ছবি
পাশাপাশি, টাকা নিয়ে যাওয়ার জন্য অ্যালুমিনিয়ামের প্রচুর ট্রাঙ্ক৷ টাকা গণনার সঙ্গে সঙ্গেই ২০০০ এবং ৫০০ টাকার নোটগুলি আলাদা করা হয়৷ এ দিন দুপুর পর্যন্ত টাকা গোনার প্রক্রিয়া চলে৷ অ্যালুমিনিয়ামের ট্রাঙ্কে টাকা ভরে তা সিল করে নিয়ে যাবে ইডি৷
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে অভিযানের পর পরই পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে৷ রাতভর জেরার পর এ দিন সকালে গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ এ দিন দুপুরে গ্রেফতার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও৷