প্রথমবারের কুরুক্ষেত্র কাণ্ডের পরে সম্প্রতি বিরাট বাহিনী নিয়ে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডির প্রতিনিধিরা৷ সেদিনই বাড়ির দেওয়ালে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু, তারপরেও দেখা মেলেনি শাহজাহানের।
এবার তদন্তকারীদের তরফ থেকে মেইল মারফত তাঁকে নোটিস করা হল বলে সূত্রের খবর। রেশন দুর্নীতিতে শাহজাহানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে এমনই মনে করা হচ্ছে তদন্তকারীদের পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুন: রেশন দুর্নীতির তদন্তেও সিবিআই-এর দাবি, রাজ্য পুলিশে আস্থা হারিয়ে হাইকোর্টে ইডি
সন্দেশখালির ঘটনার পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই তৃণমূল নেতার কোনও হদিস এখনও পাওয়া যায়নি। এই নিয়ে চড়ছে রাজনৈতিক উত্তাপও। ইতিমধ্যেই, শেখ শাহজাহান ফের একবার আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন। তিনি উত্তর ২৪ পরগনা জেলা জজেস কোর্টে আবেদন জানিয়েছিলেন।
উত্তর ২৪ পরগনা জেলা আদালতের মুখ্য সরকারি আইনজীবী শান্তিময় বসু জানিয়েছিলেন, শেখ শাহজাহান তাঁর আইনজীবী মারফত অগ্রিম জামিনের একটি আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি অগ্রিম জামিনের মামলার শুনানি। পাশাপাশি তিনি আরও জানান, ন্যাজাট পুলিশ স্টেশনের ৯/২৪ নম্বর কেসের ভিত্তিতে এই আবেদন করা হয়েছে।
ইতিমধ্যেই ন্যাজাট থানার থেকে মামলা সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছেন সরকার পক্ষের আইনজীবী। আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার শুনানি।