জানা গিয়েছে, এই চার্জশিটে বাকিবুর রহমানকেই রেশন কাণ্ডের মূলচক্রী হিসাবে উল্লেখ করতে চলেছে ইডি৷ পাশাপাশি, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘মদতে’ এই যাবতীয় রেশন দুর্নীতি হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করতে পারে ইডি৷ তেমনটাই খবর সূত্রের৷
advertisement
প্রসঙ্গত, রেশন কাণ্ডে এই বাকিবুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ায় তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি৷ তারপর একে একে এই আটা কল মালিকের একাধিক কীর্তি সামনে আসতে শুরু করে৷
সেই বাকিবুরের সূত্র ধরেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালায় ইডি৷ তল্লাশি শেষে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়৷ বর্তমানে তিনি বন্দি অবস্থায় এসএসকেএম-এ চিকিৎসাধীন৷
সূত্রের খবর, তদন্তকারীদের সামনে জেরায় বাকিবুর রহমানের কাছ থেকে ৯ কোটি টাকা ঋণ নেওয়ার কথা স্বীকার করছিলেন বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি, জ্যোতিপ্রিয়ের একাধিক সংস্থারও হদিশ পেয়েছিলেন গোয়েন্দারা৷