জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্তরী মণিদীপা মল্লিক ও মেয়ে প্রিয়দর্শিনীর নামে ওই ৫৮টি টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হয়েছিল৷ এই প্রত্যেকটি অ্যাকাউন্টে গড়ে ৫ লক্ষ টাকা করে রয়েছে৷ মোট টাকার পরিমাণ ২ কোটি ৮৯ লক্ষ ১ হাজার ৪৭৮ টাকা৷ এই অ্যাকাউন্টগুলিকে বাজেয়াপ্ত করা শুরু করেছেন তদন্তকারীরা৷
advertisement
গত মঙ্গলবারই রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কলকাতার নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। ইডি সূত্রে খবর, চার্জশিটে জ্যোতিপ্রিয়, বাকিবুর ছাড়াও রয়েছে তাঁদের নামে থাকা ১০টি ভুয়ো সংস্থার নাম। এই সংস্থাগুলির মাধ্যমে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
আরও পড়ুন: বর্ধমান ‘অমৃত ভারত’ স্টেশনে ভয়ঙ্কর দুর্ঘটনা! ৩ জনের মৃত্যু! কেমন আছেন আহতরা?
চার্জশিটে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়েরও নাম উল্লেখ করা হয়েছে৷ যদিও অভিযুক্ত হিসাবে তাঁদের নাম রাখা হয়নি। ইডির দাবি, রেশন দুর্নীতি থেকে পাওয়া কালো টাকা সাদা করার জন্য তিনটি শেল কোম্পানি খুলেছিলেন জ্যোতিপ্রিয়৷ সেই সমস্ত সংস্থার ডিরেক্টর হিসাবে নাম ছিল তাঁর স্ত্রী ও মেয়ের৷ পরে অবশ্য সেই সংস্থাগুলি বন্ধ করে দেওয়া হয়৷