বর্তমানে ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকছে গোটা বিশ্ব। পিছিয়ে নেই ভারতও। সেই বিষয়টি অনুধাবন করতে পেরে ডিজিটাল রেশন কার্ড চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। আধার কার্ড এবং প্যান কার্ডের পাশাপাশি ডিজিটাল রেশন কার্ডের প্রয়োজনীয়তা ইদানীং বেড়েছে।
আরও পড়ুন: তৃতীয় বার ক্ষমতায় আসার পরে মোদি সরকারের প্রথম নীতি আয়োগ, বৈঠকে কোন কোন বিষয়ে জোর মমতার?
advertisement
প্রসঙ্গত, আপনার বাড়িতে বসেই আবেদন করতে পারবেন রেশন কার্ডের বা তার যে কোনও সংশোধনীর। আর তা করতে কম্পিউটারেরও প্রয়োজন নেই। স্মার্টফোন থেকেই খুব সহজে রেশন কার্ডের আবেদন করতে পারবেন। প্রতিটি রাজ্য সরকারই এই কারণে একটি আলাদা পোর্টাল তৈরী করেছে। আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।
বলাই বাহুল্য, রেশন কার্ড পেতে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। আর বয়স হতে হবে ১৮ বছর ও তার উর্ধ্বে। তার থেকে কম বয়সীরা মা-বাবার রেশনকার্ডের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে।