TRENDING:

Ration Card: বাংলায় রেশন কার্ডের সংখ্যা কত জানেন? জানালেন খাদ্যমন্ত্রী! সংখ্যা শুনে চোখ কপালে উঠবে

Last Updated:

Ration Card: প্রায় দু'কোটি ভুয়ো রেশন চিহ্নিত করা গিয়েছে। এরফলে স্বাভাবিকভাবেই প্রচুর অঙ্কের অর্থ সাশ্রয় হতে চলেছে রাজ্যের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে রেশন কার্ডের সংখ্যা আট কোটি ৮০ লক্ষ। ভুয়ো কার্ড বাতিল করা হয়েছে বহু। বিধানসভায় এমনই তথ্য জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ভুয়ো রেশন কার্ড নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে রাজ্য। গত কয়েক বছর ধরে ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করছে সরকার। তাতে প্রায় দু’কোটি ভুয়ো রেশন চিহ্নিত করা গিয়েছে। এরফলে স্বাভাবিকভাবেই প্রচুর অঙ্কের অর্থ সাশ্রয় হতে চলেছে রাজ্যের।
বহু রেশন কার্ড বাতিল
বহু রেশন কার্ড বাতিল
advertisement

সবমিলিয়ে এই সমস্ত ভুয়ো রেশন কার্ডের ফলে বছরে রাজ্যের প্রায় ৩৫০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে সরকারি সূত্রের খবর। মূলত আধার কার্ড যোগ হওয়ার পরে ভুয়ো রেশন কার্ড শনাক্তকরণ সহজ হয়েছে।

আরও পড়ুন: ভরা বিধানসভা, সকলকে চমকে দিয়ে এ কী করলেন বাবুল সুপ্রিয়! অনুরোধ খোদ স্পিকারের

রাজ্যে নিখরচায় রেশন ব্যবস্থা চালু রয়েছে বহুদিন ধরে। ফলে প্রতি বছর বিপুল অঙ্কের টাকা এই বাবদ ব্যয় হয়ে থাকে রাজ্যের। মৃত ব্যক্তির নামে রেশন কার্ড বা একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড থাকার অভিযোগ রয়েছে ভুরি -ভুরি। আধার সংযোগ প্রক্রিয়ায় পরে এই সমস্ত ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে তৎপর হয় রাজ্য সরকার। সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা যায় রাজ্যে ৮ কোটি ৮০ লক্ষ সঠিক রেশন কার্ড রয়েছে। বাকি রেশন কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে পারলে নিষ্ক্রিয় হওয়া রেশন কার্ড পুনরায় সক্রিয় করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: সামনে শুভেন্দু, বুধের পর বৃহস্পতিতেও এককাট্টা বিজেপি! ‘ঝড়ের’ অপেক্ষায় বিধায়করা

সাধারণত একজন রেশন কার্ড গ্রাহক পিছু প্রতি মাসে পাঁচ কিলোগ্রাম করে খাদ্যশস্য বরাদ্দ থাকে। সেই হিসেবে একজন গ্রাহক পিছু প্রতি মাসে সরকারের খরচ প্রায় ১৫০ টাকা। সেই হিসেবে ২ কোটি কার্ড পিছু প্রতি মাসে রাজ্যের খরচ ৩০০ টাকা এবং বছরে তা ৩,৬০০ কোটি টাকা। ফলে ভুয়ো রেশন কার্ড শনাক্ত হওয়ায় বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হতে চলেছে রাজ্যের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ration Card: বাংলায় রেশন কার্ডের সংখ্যা কত জানেন? জানালেন খাদ্যমন্ত্রী! সংখ্যা শুনে চোখ কপালে উঠবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল