IMD Weather Update: শীতের খেলা শুরু, আগামী ৩-৪ দিন ঠান্ডা খানিকটা বাড়বে! আবহাওয়ার লেটেস্ট খবর
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
IMD Weather Update: কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে পারদ। সামান্য বাড়লেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮। পশ্চিমের জেলার পারদ ১১ থেকে ১৩ ডিগ্রি। আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে শীতের আমেজ।
advertisement
1/7

কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে পারদ। সামান্য বাড়লেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮। পশ্চিমের জেলার পারদ ১১ থেকে ১৩ ডিগ্রি। আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে শীতের আমেজ।
advertisement
2/7
কলকাতায় শীতের দাপট বাড়ছে। তাপমাত্রা নেমে এসেছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে, ফলে শহরজুড়ে ঠান্ডার অনুভূতি স্পষ্ট।
advertisement
3/7
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আগামী সাত দিন তাপমাত্রার হেরফের নেই। কলকাতার আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। তবে একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
4/7
সকালের দিকে কুয়াশা থাকবে কলকাতাতেও। এ ছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত, জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
5/7
একটানা ৯ দিন স্বাভাবিকের নীচে থাকার পর কলকাতায় স্বাভাবিকের উপরে রয়েছে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলা সামান্য কমবে অনুভূতি।
advertisement
6/7
দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
7/7
পশ্চিমের ও উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি। দু-এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। সাতদিন উত্তুরে হাওয়ায় শীতের আমেজ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।