TRENDING:

বিজেপির রথযাত্রার নির্দেশ বাতিল, বাতিল করল ডিভিশন বেঞ্চ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  বিজেপির রথযাত্রার ভবিষ্যৎ অনিশ্চিত ৷ আপাতত সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ৷ মামলা ফিরল সিঙ্গল বেঞ্চেই ৷ আইবি রিপোর্ট না দেখে কীভাবে রথযাত্রায় অনুমতি? শুনানিতে প্রশ্ন প্রধান বিচারপতির ৷ সিঙ্গল বেঞ্চে ফিরল রথযাত্রার মামলা
advertisement

গোয়েন্দা রিপোর্টেই জোর প্রধান বিচারপতির ৷ ৩১টি থানার ও ৫ কমিশনারেটের রিপোর্ট ৷ রিপোর্টে রথযাত্রায় গন্ডগোলের আশঙ্কা, এই রিপোর্টেই গুরুত্ব দেওয়ার নির্দেশ ৷ তাই সিঙ্গল বেঞ্চে মামলা ফেরত ৷

আদালতে পেশ করা হয় ৩ জেলার আইবি রিপোর্ট ৷ বীরভূম, পুরুলিয়া, উঃ দিনাজপুরের রিপোর্ট পেশ হয় আদালতে ৷ আইবি রিপোর্ট না দেখে কিভাবে রথযাত্রায় অনুমতি? এদিন বিজেপির আইনজীবীর কাছে প্রশ্ন করেন প্রধান বিচারপতি ৷

advertisement

বিজেপির এই রথযাত্রায় যানযটের আশঙ্কা করা হচ্ছে ৷ যানযটের আশঙ্কার কথা জানানস রাজ্যের আইনজীবী ৷ দেড় হাজার মানুষ অংশ নেবের রথ যাত্রায় ৷ সেক্ষেত্রে ৩০টির বেশি বাস লাগবে পরপর বাস দাঁড়ালে ১ কিমি আটকে থাকবে ৷ সেকারণে যানজটের আশঙ্কা রাজ্যের আইনজীবীর ৷

গত দু’সপ্তাহ ধরেই বিজেপির রথযাত্রা নিয়ে শাসকদল আর বিজেপির মধ্যে চলছিল চপানউতোর চলেছে ৷ প্রসঙ্গ গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ অবশেষে আজই শর্তসাপেক্ষে বিজেপির রথযাত্রায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

advertisement

স্বভাবতই এই রায়ে খুশি বিজেপির রাজ্য নেতৃত্ব ৷ সাংবাদিক সম্মেলন ডেকে কলকাতা হাইকোর্টকে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা ৷ রায়ের পর রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের গলাতেও আত্মবিশ্বাসের সুর ৷

এই রায় আসার আগে পর্যন্ত সবই অনিশ্চিত ছিল। তাই ২০ তারিখ রায় পেয়ে ২২ তারিখেই রথযাত্রা শুরু করা যাবে কি না, সে বিষয়ে বিজেপি নেতৃত্ব নিশ্চিত ছিলেন না। সন্ধ্যায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর রথযাত্রার দিন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কোথায়, কবে রথ নিয়ে বেরনো হবে তা জানিয়ে দিলেন দিলীপ ঘোষ ৷

advertisement

বৃহস্পতিবার বিজেপিকে রথযাত্রার অনুমতি দিলেও বিচারপতি তপোব্রত চক্রবর্তী বেশকিছু শর্ত আরোপ করেছেন ৷ আয়োজকদের শর্ত দেওয়া হয়েছে, প্রতিদিন ১২ ঘণ্টার বেশি রথযাত্রা নয় ৷ ১২ ঘণ্টার মধ্যে রথযাত্রা সম্পূর্ণ করতে হবে ৷ এক জেলা থেকে অন্য জেলায় রথযাত্রা ঢোকার ১২ ঘণ্টা আগে সংশ্লিষ্ট জেলার পুলিশ-প্রশাসনকে জানাতে হবে। কোনও ক্ষয়ক্ষতি হলে সমান ভাবে দায়ী থাকবে বিজেপি। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও সম্পূর্ণ নজর রাখতে হবে রথযাত্রার আয়োজকদের। রথযাত্রা করতে হবে শান্তিপূর্ণ ভাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

তবে ডিভিশন বেঞ্চে নির্দেশ বাতিল হওয়ায় নতুন জটিলতার পথে বিজেপির রথযাত্রা ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপির রথযাত্রার নির্দেশ বাতিল, বাতিল করল ডিভিশন বেঞ্চ