আরও পড়ুন : বিমান বন্দরে পোশাকহীন মহিলা! দিব্যি ঘুরছেন এদিক ওদিক, সুপার ভাইরাল...
অভাব অনটনের মধ্যেই বর্তমানে রাণু মণ্ডলের দিন গুজরান। তবে অভাবে দিন কাটলেও আনন্দের খামতি নেই রাণুর। মুখে হাসি আর গলায় সুর লেগেই আছে সর্বদা। বলিউডে এখন আর সুযোগ না পেলেও তা নিয়ে আফসোস পেতে দেখা যায় না তাঁকে। বরং যে পরিস্থিতিতে রয়েছেন তারমধ্যেই হাসিখুশি থাকতে চেষ্টা করেন। কখনও কোনও ইউটিউবার গেলে তাদের সঙ্গে আড্ডায় গল্পে খাওয়া-দাওয়ায় মেতে ওঠেন। রান্না করতে করতেও শুনিয়ে দেন দু-কলি পুরোনো গান। কখনও গলায় ফুটে ওঠে মহাম্মদ রফি তো কখনও কিশোর কুমারের চেনা গান।
advertisement
এবার সম্প্রতি আবারও গান গেয়ে ভাইরাল হলেন। কিশোর কুমারের গাওয়া 'রাহি নয়া নয়া' গান গেয়ে সকলকে মুগ্ধ করে দিলেন। এই গানটির বাংলা ভার্সন হল “পৃথিবী বদলে গেছে , যা দেখি নতুন লাগে।” এই জনপ্রিয় গানের হিন্দি ভার্সন গেয়ে আবারও সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি।
আরও পড়ুন : হলুদ নাইটিতে তুমুল ভাইরাল রানু মণ্ডল! শুধু গান নয়, নেচেও করলেন নেটদুনিয়া মাত...
“Bong teenagers” নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একেবারে বাড়ির পোশাকেই নাইটি পরে গান গেয়েছেন রাণু মণ্ডল। তার এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা রয়েছে “আপনি এনাকে ঘৃণা করতে পারেন কিন্তু এঁর গানের কণ্ঠকে ঘৃণা করতে পারেন না।” প্রসঙ্গত, তার আচরণের জন্য অনেক দর্শক ক্ষুব্ধ হয়েছেন রাণুর ওপর। তার সমালোচনাও হয়েছে নেটমহলে। কিন্তু তার প্রতিভা উপেক্ষা করা যায় না এ বিষয়ে সন্দেহ নেই কোনও।