একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ”জগন্নাথ ধাম আমরা তৈরি করছি, এটা বাংলার নয়, বিশ্বের আইকন হিসাবে থাকবে। এটা সযত্নে রক্ষা করবেন। এটা আপনারা রক্ষা করবেন।”
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর কলকাতায় আসছে বাংলাদেশের প্রতিনিধি দল! বিজয় দিবস পালিত হবে অন্যান্য বারের মতোই
আগামী বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শনের পর এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি জানিয়েছেন, এ বার থেকে রথযাত্রা শুরু হবে দিঘার জগন্নাথ মন্দির থেকে। সোনার ঝাড়ুর জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘সমুদ্রসৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করব বলে ঠিক করেছিলাম। আমার সঙ্গে সরকারি আধিকারিকেরা ছিলেন। তিন বছর পর সেই কাজ শেষ হল।’’
advertisement
মুখ্যমন্ত্রী আরও জানান, ”আমি কোনও তুলনা করব না পুরীর মন্দিরের সঙ্গে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উচ্চতার মতোই এটা করা হবে। পুরীর সঙ্গে তুলনা করব না। ওদেরটা রাজ রাজারা করেছেন, এটা আমরা সরকারের টাকায় করছি। ২৫০ কোটি টাকা খরচ করা হয়েছে। রথযাত্রা এবার থেকে এখানে হবে। অছি পরিষদ তৈরি করেছি। মুখ্যসচিব, জেলাশাসক, ইসকনের প্রতিনিধি ছাড়াও সনাতন ধর্মের প্রতিনিধি থাকবেন।” এরই মধ্যে এবার রামকৃষ্ণ মিশনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে স্কুল গড়তে জমির আবেদন জানানো হল।