সোমবার ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে বাংলার পাঁচটি আসনও। জানা গিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি এই ৫৬টি আসনের ভোটগ্রহণ হবে। জানা গিয়েছে, এর মধ্যে ১৩টি রাজ্যের ৫০টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। আর দুই রাজ্যের ৬টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হবে ৩ এপ্রিল।
advertisement
আরও পড়ুন: হাল ফিরছে লালের, শুভেন্দুর জেলায় বিরাট সাফল্য সিপিএমের! উড়ছে লাল আবির
নির্ধারিত দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্যসভার এই ৫৬ ফাঁকা আসনের ভোটগ্রহণের নোটিফিকেশন জারি করবে নির্বাচন কমিশন। মনোনয়ন জমা করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন যাচাই করা হবে ১৬ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৯ ফেব্রুয়ারি। এরপর ভোট গ্রহণ হবে আগামী ২৭ ফ্রেব্রুয়ারি।
আরও পড়ুন: মাত্র ১২ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা ইনকাম! করবেন নাকি এই ব্যবসা?
২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টাতেই ঘোষণা করা হবে রাজ্যসভার এই ফাঁকা আসনে ভোটগ্রহণের ফলাফল। ১৩টি জেলায় ৫০টি রাজ্যসভা আসনের সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। পাশাপাশি ওড়িশা এবং রাজস্থানের ছয় রাজ্যসভা সাংসদ অবসর গ্রহণ করছেন আগামী ৩ এপ্রিল।