TRENDING:

Rajya Sabha Election: শুভেন্দুর সঙ্গে দেখা অনন্ত মহারাজের! বৃহস্পতিতেই মনোনয়ন

Last Updated:

Rajya Sabha Election: আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন অনন্ত মহারাজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যসভায় প্রার্থীপদ চূড়ান্ত করল বিজেপি। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন অনন্ত মহারাজ। তার আগে বুধবার বিকেলে কলকাতায় এসে সোজা অনন্ত মহারাজ পৌঁছে যান রাজ্য বিধানসভায়। সৌজন্য সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির অন্যান্য বিধায়কদের সঙ্গে। অনন্ত মহারাজকে বিধানসভায় নিজের ঘরে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর সঙ্গে দেখা অনন্ত মহারাজের
শুভেন্দুর সঙ্গে দেখা অনন্ত মহারাজের
advertisement

বাংলা থেকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী অনন্ত মহারাজ। এটা কি চব্বিশে রাজবংশী ভোট ধরে রাখতে বিজেপির কৌশল? প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। আগামী ২৪ জুলাই রাজ্যসভার ভোট। পশ্চিমবঙ্গ থেকে একটি আসনে বিজেপির জয় নিশ্চিত। সেই আসনেই পদ্মের প্রার্থী অনন্ত মহারাজ। যিনি গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা হিসেবেই পরিচিত।

advertisement

মঙ্গলবার বাংলায় যখন পঞ্চায়েত ভোটের গণনা চলছে, তখনই রাজ্যসভায় প্রার্থী হওয়ার প্রস্তাব নিয়ে অনন্ত মহারাজের কাছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিজেপির এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ, উত্তরবঙ্গে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। সেই রাজবংশীদের একাংশের উপর প্রভাব রয়েছে অনন্ত মহারাজের।

উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৩০টিতে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর।একুশের বিধানসভা ভোটে এই তিরিশটি আসনের ২১টিতেই বিজেপি জেতে। ৯টি যায় তৃণমূলের ঝুলিতে। কিন্তু, তেইশের পঞ্চায়েত ভোটে সেই রাজবংশী এলাকাতেই ধরাশায়ী হয়েছে বিজেপি। মঙ্গলবার বিকেলে যখন অনন্ত মহারাজের দরজায় পৌঁছন নিশীথ প্রামাণিক, ততক্ষণে স্পষ্ট হয়ে গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভরাডুবি হচ্ছে বিজেপির।

advertisement

প্রসঙ্গত, উত্তরবঙ্গের বঞ্চনাকে সামনে রেখে বারবারই কেন্দ্রশাসিত রাজ্যের পক্ষে জোর সওয়াল করেছেন অনন্ত মহারাজ। যদিও আজ বুধবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমরা বাংলা ভাগের পক্ষে নই। কিন্তু উত্তরবঙ্গের মানুষের সঙ্গে টানা বঞ্চনা করে চলেছে সরকার। উত্তরবঙ্গের পাশাপাশি গোটা রাজ্যের মানুষের স্বার্থেই সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে অনন্ত মহারাজ কাজ করবেন বলে আমার বিশ্বাস।”

advertisement

আরও পড়ুন, কুড়িতে কুড়ি! বিরোধীশূন্য ৮! জেলা পরিষদে সবুজ সুনামি, গ্রাম বাংলায় তৃণমূল ঝড়

আরও পড়ুন, তৃণমূলের দখলে দক্ষিণ ২৪ পরগনা, জেলা পরিষদ থেকে পঞ্চায়েত- সর্বত্র ফুটছে ঘাসফুল

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

যদিও শাসক শিবির তৃণমূলের অভিযোগ, ‘বিজেপি বাংলা ভাগ করতে চায়। অনন্ত মহারাজকে প্রার্থী করা মানেই প্রমাণ হল যে, বিজেপি বঙ্গভঙ্গের উদ্দেশ্য নিয়েই রাজনীতি করছে।” রাজ্যসভায় তৃণমূলের প্রার্থীতালিকাতেও রয়েছে চব্বিশের অঙ্ক। রাজ্যের শাসকদল প্রার্থী করেছে আলিপুরদুয়ারের আদিবাসী মুখ প্রকাশ চিক বরাইককে। এবার পাল্টা বিজেপির নজরে রাজবংশী ভোট। তাদের প্রার্থী কোচবিহারের অনন্ত মহারাজ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajya Sabha Election: শুভেন্দুর সঙ্গে দেখা অনন্ত মহারাজের! বৃহস্পতিতেই মনোনয়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল