আরও পড়ুন: আগরতলায় অভিষেকের সভার অনুমতি দিল ত্রিপুরা হাইকোর্ট! নৈতিক জয়, দাবি তৃণমূলের
দীর্ঘ টানাপোড়েনের পর আজ, রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনের সামনেই সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছনোর অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিজেপির অন্দরে বেসুরো রাজীব। দলের সঙ্গে তাঁর যেমন কোনও যোগাযোগও নেই, তেমনি নানা সময় তাঁর ফেসবুক পোস্ট বরং গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছে। তা সত্ত্বেও এহেন রাজীবকেই সম্প্রতি বিজেপি-র জাতীয় কর্মসমিতির আমন্ত্রিত সদস্য করা হয়েছে। এই প্রেক্ষাপটে স্বভাবতই রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল, বিজেপি-র বিড়ম্বনা আরও বাড়িয়ে রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তন কবে?
advertisement
আরও পড়ুন: জেলা সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, কলকাতার দিকে-দিকে পোস্টার! বিড়ম্বনায় BJP
তৃণমূল সূত্রে খবর, সেই দিনটি হতে চলেছে রবিবারই। যদিও তৃণমূলের যোগদানের সম্ভাবনা প্রকাশ্যে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমি আমার ব্যক্তিগত কাজ ত্রিপুরায় এসেছি। ত্রিপুরায় আমার অনেক আত্মীয়-স্বজন রয়েছেন। সেই সূত্রেই একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছি।’ প্রসঙ্গত, তৃণমূল যখন ত্রিপুরায় ফের সংগঠন গড়ে তোলার কাজ শুরু করেছে, তখনও রাজীবকে দেখা গিয়েছিল আগরতলায়। মন্দিরে পুজোও দিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময়ও জল্পনা তৈরি হয়েছিল তাঁকে ঘিরে।
আরও পড়ুন: গোয়া জিততে কৌশল কী, সফরের শেষদিনে এক বক্তব্যেই বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিধানসভা ভোটে BJP এ রাজ্যে বড়সড় ধাক্কা খাওয়ার পর থেকেই বেসুরো হয়েছেন রাজীব। তৃণমূলের একাধিক নেতার বাড়িতে যেতে দেখা গিয়েছে তাঁকে। কখনও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, আবার কখনও তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতেও দেখা মিলেছে রাজীবের। শুধু তাই নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অকুণ্ঠ প্রশংসাও করে গিয়েছেন তিনি। এত সত্ত্বেও রাজীবকে বিজেপির কর্মসমিতির আমন্ত্রিত সদস্য হিসাবে জায়গা দেওয়া হয় কিছুদিন আগেই। কিন্তু সম্ভবত সেই 'পুরস্কারও' রাজ্যের প্রাক্তন বনমন্ত্রীকে খুশি করতে পারেনি। কিছুদিন আগেও তাই রাজীবকে নিয়ে জল্পনা উস্কে ছিল। তৃণমূলের একটা বড় অংশই বলছে, সেই জল্পনার সমাপ্তি হতে চলেছে সম্ভবত আজই।