TRENDING:

Rajeev Kumar: মমতার 'আস্থাভাজন' ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন, ভোট ঘোষণার পরই বিরাট সিদ্ধান্ত

Last Updated:

Rajeev Kumar: গত ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজি হন রাজীব কুমার৷ মনোজ মালব্যের জায়গায় ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন রাজীব কুমার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আস্থাভাজন’ পুলিশ কর্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। চালু হয়ে গেছে আদর্শ আচরণবিধি। সেই সময়ই রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যের কাছে বিকেল ৫টার মধ্যে তিন জনের নাম ডিজি হিসেবে চাইল কমিশন। আরও বেশ কয়েকটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
সরানো হল রাজীব কুমারকে
সরানো হল রাজীব কুমারকে
advertisement

প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজি হন রাজীব কুমার৷ মনোজ মালব্যের জায়গায় ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন রাজীব কুমার৷ ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার আগে রাজ্যের ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব পদে ছিলেন রাজীব কুমার৷

আরও পড়ুন: ভারতের বুর্জ খলিফা! সবচেয়ে উঁচু বিল্ডিং! কোথায় আছে জানেন? কত তলা! শুনলে তাজ্জব হয়ে যাবেন

advertisement

এর আগে কলকাতা পুলিশের নগরপালের দায়িত্ব সামলেছেন রাজীব কুমার৷ সেই সময় সারদা মামলা সংক্রান্ত তদন্তের সূত্রে রাজীবের সরকারি বাসভবনে হানা দিয়েছিল সিবিআই৷ এই ঘটনার প্রতিবাদে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে রাজীবকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

আরও পড়ুন: FIR তো কতজনই করেন, কিন্তু এর ফুল ফর্ম জানেন কি? ৯৯% মানুষই জানেন না কিন্তু

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একটা সময়ে এই সারদা তদন্তে শিলংয়ে রাজীব এবং কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। পশ্চিমবঙ্গ থেকে ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব পুলিশের বিভিন্ন পদে কাজ করেছেন। এক সময় সিআইডির অতিরিক্ত ডিজি-ও ছিলেন তিনি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajeev Kumar: মমতার 'আস্থাভাজন' ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন, ভোট ঘোষণার পরই বিরাট সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল