FIR Full form: FIR তো কতজনই করেন, কিন্তু এর ফুল ফর্ম জানেন কি? ৯৯% মানুষই জানেন না কিন্তু
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
FIR Full form: ধারা ১৫৪ অনুযায়ী, কোনও থানার ভারপ্রাপ্ত আধিকারিক অপরাধ সম্পর্কে কোনও খবর মৌখিকভাবে জানলে তিনি সঙ্গে সঙ্গে তা লিখে তথ্য প্রদানকারীকে পড়ে শোনাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি অনুযায়ী, ‘অভিযোগ’ হল, ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিকভাবে বা লিখিতভাবে করা যে কোনও বক্তব্য। কিন্তু এতে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত থাকে না। একটি অভিযোগের ভিত্তিতে যদি মনে হয় যে একটি আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে ১৫৪ সিআরপিসি ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হবে এবং পুলিশ তদন্ত শুরু করবে। কোনও অপরাধ না পাওয়া গেলে পুলিশ তদন্ত বন্ধ করে দেবে।
advertisement
অন্যদিকে, অপরাধমূলক কোনও কিছু ঘটার পর সে বিষয়ে প্রতিকার পেতে থানার দ্বারস্থ হয়ে কিছু জানানো হলে সেটি এফআইআর বলে গণ্য হয়। এফআইআর-এর মাধ্যমেই মামলা দায়ের করা হয়। যাইহোক, একটি এফআইআর হল সেই নথি যা পুলিশ অভিযোগের সত্যতা যাচাই করার পরে প্রস্তুত করে। এফআইআর-এ অপরাধ এবং অভিযুক্ত অপরাধীর বিবরণ থাকতে পারে।
advertisement
advertisement