ISL 2026: কাটল জট, আইএসএল হবে ফেব্রুয়ারি থেকেই, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে গলল বরফ
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
১৪ টি দল এবারের আইএসএলে খেলবে তারা হল মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহমেডান, ইন্টার কাশি, মুম্বই সিটি, চেন্নাইয়িন, এসসি দিল্লি, বেঙ্গালুরু, নর্থ ইস্ট, জামশেদপুর, ওড়িশা, কেরালা ব্লাস্টার্স, ইন্টার কাশি এবং এফসি গোয়া।
কলকাতা: ISL এর জট কাটল। অবশেষে শুরু হচ্ছে এই ফুটবল টুর্নামেন্টটি। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে আইএসএল। অংশগ্রহণ করবে ১৪টি দল৷ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে কাটল জট৷
যে ১৪ টি দল এবারের আইএসএলে খেলবে তারা হল মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহমেডান, ইন্টার কাশি, মুম্বই সিটি, চেন্নাইয়িন, এসসি দিল্লি, বেঙ্গালুরু, নর্থ ইস্ট, জামশেদপুর, ওড়িশা, কেরালা ব্লাস্টার্স, ইন্টার কাশি এবং এফসি গোয়া।
আইএসএল জট কাটাতে মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর উপস্থিতিতে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। সেই বৈঠকেই আইএসএলের সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবগুলিকে। তারপরই ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়ে দিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে। ১৪টি দলই তাতে অংশ নেবে।
advertisement
advertisement
এদিকে এর আগেই বলা হয়েছিল কাটতে চলেছে আইএসএল জট৷ ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, আগামী সপ্তাহেই ২০২৬ সালের আইএসএল-এর নির্ঘণ্ট ঘোষণা করা হবে৷
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের জরুরি কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দেশের শীর্ষস্তরের পুরুষদের ফুটবল লিগ এবার ফেডারেশন নিজেই পরিচালনা করবে। এআইএফএফ-আইএসএল কো-অর্ডিনেশন কমিটির রিপোর্ট খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লিগ কবে থেকে শুরু হবে, সেই তারিখ আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
চুক্তি সংক্রান্ত জটিলতায় এফএসডিএল সরে দাঁড়ানোর পর আইএসএল-এর আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল৷ যার জেরে গত বছর শুরুর কথা থাকলেও দেশের এক নম্বর লিগের আয়োজনই করতে পারেনি ফেডারেশন৷ এফএসডিএল-এর পর আইএসএল নিয়ে নতুন করে কোনও বাণিজ্যিক সংস্থা আগ্রহ না দেখানোয় পরিস্থিতি আরও জটিল হয়৷ আইএসএল আয়োজনের জন্য ক্লাবগুলির সঙ্গে ফেডারেশনের বৈঠকও হয়েছিল৷
advertisement
এদিকে আইএসএল অনিশ্চিত হয়ে পড়ায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেন ভারতীয় ফুটবলাররাও৷ গতকালই আইএসএল আয়োজনের আর্জি জানিয়ে সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন গুরপ্রীত সিং সাঁধু, সুনীল ছেত্রী সহ একঝাঁক তারকা ফুটবলার৷ ভারতীয় ফুটবলের অচলাবস্থা নিয়ে ফিফা-র দৃষ্টিও আকর্ষণ করেন তাঁরা৷ তার পরের দিনই ফুটবলার এবং ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিল ফেডারেশন৷ তবে এত দেরি হয়ে যাওয়ার পর কোন ফর্ম্যাটে ফেডারেশন লিগ আয়োজন করে, তা কতটা সফল হয়, সেদিকেই এখন নজর থাকবে ফুটবলপ্রেমীদের৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2026 7:09 PM IST








