TRENDING:

রাজ্যপালের হাতে 'পথের পাঁচালি'র মুহূর্ত, কৌতূহল ভরা চোখে একটি মেয়ে, রাজভবনে 'আলো' কেড়ে নিল কে?

Last Updated:

Raj Bhavan Independence Day: আজ কলকাতার রাজভবনে হয়ে গেল ৭৯তম স্বাধীনতা দিবসের উদযাপন। মধ্যমণি ছিলেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু এই অনুষ্ঠানে সবটুকু আলো চুম্বকের মতো টেনে নিল রাজ্যপালের মঞ্চের নীচের ডানদিকে এক কোণ। কে ছিলেন সেখানে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজ কলকাতার রাজভবনে হয়ে গেল ৭৯তম স্বাধীনতা দিবসের উদযাপন। মধ্যমণি ছিলেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু এই অনুষ্ঠানে সবটুকু আলো চুম্বকের মতো টেনে নিল রাজ্যপালের মঞ্চের নীচের ডানদিকে এক কোণ। কে ছিলেন সেখানে?
রাজ্যপালের হাতে 'পথের পাঁচালী'র মুহূর্ত, কৌতূহল ভরা চোখে একটি মেয়ে
রাজ্যপালের হাতে 'পথের পাঁচালী'র মুহূর্ত, কৌতূহল ভরা চোখে একটি মেয়ে
advertisement

ওঁরা সকলেই বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়ে। কারোর হাতে দেশের পতাকা, কারও হাতে বিশেষ বার্তা। আর একজনের হাতে দেখা যাচ্ছিল একটি ছবি। সেই ছবি বিভূতিভূষণ বন্দ্যােপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস (পথের পাঁচালি) অবলম্বনে তৈরি কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ সিনেমার মুহূর্ত থেকে তৈরি করা একটি বিশেষ ছবি। কী ছিল সেই ছবিতে?

advertisement

আরও পড়ুন: ‘ঠান্ডা হচ্ছে না কেন…?’ 2AC কোচে বার বার ‘কমপ্লেন’ করছিলেন যাত্রীরা! কেসটা কী? এসি ‘ডাক্ট’ খুলতেই যা ঘটল, মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরল টেকনিশিয়ানের!

ছবিটি অপু-দুর্গার রেল লাইন দেখতে যাওয়ার একটি ছবি। যেখামে মিশে আছে একরাশ কৌতূহল। যে কৌতূহল প্রতিদিন মনের কোনায় সঞ্চয় করছে এই বিশেষভাবে সক্ষম শিশুরা।

advertisement

এই শহরের একটি স্ব-শাসিত প্রাইভেট স্কুলের স্টুডেন্ট এরা।

আরও পড়ুন: ইলিশ, বোয়াল, কাতলা ছাড়ুন….! এই মাছ পাতে রাখলে ঘেঁষবে না সুগার, ছোঁবে না কোলেস্টেরল, হার্ট থাকবে ভাল, বাজারে দেখলেই লুফে নিন!

শিক্ষিকা নিরুপমা রায় ওদের ট্রেনার, সর্বপরি ওদের মাতৃসমা। শুধু ট্রেনার বললে কম বলা হবে, কারণ শিক্ষিকা নিরুপমা রায়ের কথায়, “এটাই আমার সেকেন্ড হোম। এদের মানুষ করতে পারা,  অল্প শেখাতে পারায় আমাদের প্রাপ্তি, আমাদের চ্যালেঞ্জ৷”

advertisement

আরও পড়ুন: দীপাবলিতে দেশবাসীকে কী উপহার দেবেন প্রধানমন্ত্রী মোদি…? লালকেল্লা থেকে বিশাল ঘোষণা! মধ্যবিত্তের জন্য বাম্পার সুখবর!

কিন্তু অপু-দুর্গার রেল লাইন দেখতে যাওয়ার ছবি কেন তুলে দেওয়া হল রাজ্যপালের হাতে? উত্তরে নিরুপমা দেবী জানালেন, সামনেই দুর্গাপুজো। কাশফুল রয়েছে। সেই আমেজ আর অপেক্ষা তুলে দিলাম রাজ্যপালকে। তবে তার চেয়েও বড় বিষয় হল, ওই ছবির মধ্যে রয়েছে আকাঙ্খা, স্বপ্নপূরণের মতো বিষয়গুলি। যেগুলি আমাদের সমাজে পিছিয়ে পড়া এই শিশুগুলোর কাছে বিশেষভাবে সঞ্চিত। এই ছবির মধ্যে আমি তাদেরই খুঁজে পেয়েছি। এটা এঁকেছে আমাদের স্কুলেরই একজন স্পেশাল চাইল্ড৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

“এই সমস্ত শিশুদের শেখানো খুব চ্যালেঞ্জের বিষয়। তবে শিশু মন সব বোঝে। ভালোবেসে বোঝালে এরা সব পারে ৷ এরা বড় হয় ঠিকই কিন্তু মনের বয়স শিশুর মতোই থাকে। রেললাইনে রেল দেখার কৌতূহল, খুব সহজ, সাধারণ ইচ্ছে নিয়েই ওদের মন, ওদের মানুষ করতে গিয়ে চ্যালেঞ্জ যেমন আছে সাফল্য এলে তার আনন্দও অনেক। বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়লেন নিরুপমা দেবী।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যপালের হাতে 'পথের পাঁচালি'র মুহূর্ত, কৌতূহল ভরা চোখে একটি মেয়ে, রাজভবনে 'আলো' কেড়ে নিল কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল