TRENDING:

Rajanya Haldar Prantik Chakraborty: অনড় রাজন্যা-প্রান্তিক, মহালয়াতেই বিতর্কিত ছবির মুক্তি! শাস্তির পর কী বলছেন দু জনে?

Last Updated:

মহালয়ার দিন আগামী ২ অক্টোবর এই সিনেমা রিলিজ করার কথা ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আর জি কর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম! সাসপেন্ড করা হল রাজন্যা-প্রান্তিককে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই স্পর্শকাতর বিষয় নিয়ে সিনেমা ভুল বার্তা তৈরি করছে বলে মত তৃণমূলের অন্দরে। তাই দু’জনকেই সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল জোড়া ফুল শিবির।
প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদার৷
প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদার৷
advertisement

যাদবপুর-ডায়মন্ড হারবার তৃণমূল ছাত্র পরিষদের  সহ সভানেত্রী রাজন্যা হালদারকে সাসপেন্ড করা হল। সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীকেও সাসপেন্ড করল দল। প্রান্তিকের পরিচালনায় আর জি কর কাণ্ডের পটভূমিতে ‘আগমনী’ নামে শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজন্যা হালদার। মহালয়ায় শর্ট ফিল্ম মুক্তির আগেই সংগঠন থেকে সাসপেন্ড করা হল তাঁদের। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হচ্ছে বলে জানিয়ে দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

advertisement

আরও পড়ুন: ৩৫০ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ কোটির লেনদেন! ইডি-র নতুন চার্জশিটে বালুর চাপ বাড়ল?

মহালয়ার দিন আগামী ২ অক্টোবর এই সিনেমা রিলিজ করার কথা ছিল। প্রান্তিক ও রাজন্যা উভয়েই জানিয়েছেন, “এখনও পর্যন্ত ২ অক্টোবরই ছবিটি মুক্তি পাওয়ার কথা। সেটা পিছিয়ে দেওয়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।” আপাতত সিনেমার নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, মহালয়ার দিন এই সিনেমা রিলিজ করা হবে। কী দেখানো হয়েছে এই সিনেমায়?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু রান্নার কাজে নয়, একাধিক রোগ নিরোধেও সাহায্য করে রসুন! ছোট্ট এই সবজির গুণাবলী জানেন?
আরও দেখুন

রাজন্যা ও প্রান্তিক জানিয়েছেন,  মহিলাদের ট্রেনে, বাসে, ট্রামে বা সমাজের নানা স্তরে যে হেনস্থার শিকার হতে হয়, তারপরে কেউ তার সঙ্গে আপোস করে নেন, কেউ বা প্রতিবাদে সরব হন। আমাদের গল্পটা একেবারেই কণ্ঠ ছাড়ার গল্প। ইতিবাচক বার্তা দেওয়ার গল্প। প্রত্যেক নির্যাতিতার প্রতিবাদী হয়ে ওঠার হওয়ার গল্প, যাঁরা তিলোত্তমার থেকে এই শক্তিটা পাচ্ছে, মা দুর্গার থেকে এই শক্তিটা পাচ্ছেন।  ২ তারিখ যে শর্টফিল্মটা আসছে সেটাই উত্তর দেবে। এর আগেও আমরা দলের হয়ে নানা সময় মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলেছি, আজও সেই কথাই বলছি, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। মহালয়ার দিনে ২ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি। পোস্টার দেখে তো বিচার করা যায় না। অনেক মানুষই এর গল্প, এর বিষয়বস্তু জানে না। আদৌ এতে কতটা নেতিবাচক দিক আছে বা ইতিবাচক দিক আছে জানেন না। আমার মনে হয় এরপর আরও বেশি করে এটি সবার সামনে নিয়ে আসা উচিত এবং সবার জানা উচিত আসল বিষয়টা কী।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajanya Haldar Prantik Chakraborty: অনড় রাজন্যা-প্রান্তিক, মহালয়াতেই বিতর্কিত ছবির মুক্তি! শাস্তির পর কী বলছেন দু জনে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল