মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরই একটি তদন্ত কমিটি গঠন করা হয় ৷ সেতু ভেঙে পড়ার আসল কারণ কি ? সেটি অনুসন্ধানের জন্যই এই কমিটি গঠন করা হয়েছিল ৷ সেই কমিটিই আজ রাজ্য সরকারকে তদন্ত রিপোর্ট দেবে বলে প্রাথমিক অনুমান ৷ এর পাশাপাশি লেভেল ক্রসিং তৈরি সম্ভব কিনা সেটিও খতিয়ে দেখা হবে ৷ ১টি লেভেল ক্রসিং তৈরির অনুমতি দিতে পারে রেল ৷ সূত্র মারফত এমন খবরই মিলেছে ৷
advertisement
আরও পড়ুন: বেহালা থেকে যোগাযোগের বিকল্প রাস্তার খোঁজ, রাতভর পথে মেয়র-সিপি
পুজোর আগে মানুষের হয়রানি কমাতে মাঝেরহাটে বিকল্প রাস্তার ভাবনা রাজ্য সরকারের। মাঝেরহাট স্টেশনের কাছে থাকা খাল ও রেললাইনের উপর দিয়েই ঢালাই রাস্তা-সহ অস্থায়ী সেতু নির্মাণের প্রস্তাব রেলকে দিয়েছে পূর্ত দফতর। ছোট গাড়ির জন্য এই অস্থায়ী রাস্তা। ভাঙা ব্রিজের ডান দিক দিয়ে হতে পারে এই বিকল্প সেতু। এক্ষেত্রেই প্রয়োজন হবে লেভেল ক্রসিংয়ের।
প্রসঙ্গত, নবান্নের খবর, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর পুরোনো ফাইল ঘাটতে দিয়ে অর্থ দফতরের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ ব্রিজ সংস্কারের জন্য বহুদিন আগেই অর্থ দফতর অনুমোদন দিয়েছিল ৷ কিন্তু তা স্বত্ত্বেও অর্থ দফতরের কাছে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছিল ফাইল ৷ বারবার অনুমতি দেওয়া স্বত্ত্বেও কেন ফিরিয়ে দেওয়া হচ্ছিল সেইসমস্ত ফাইল ৷ সেটি নিয়েও উঠছে প্রশ্ন ৷