জলে পড়ে যাবার সময় থেকে উদ্ধার করে সব মিলিয়ে সময় লাগে মাত্র দশ মিনিট। ওই সুনীল শেঠিয়াকে উদ্ধার করে বেঙ্গল রোয়িং ক্লাবের সামনে নিয়ে আসে উদ্ধারকারী দল। সুনীল শেঠিয়া দীর্ঘদিন রোয়িং করার দরুন এই ঘটনাকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎ করে বোট উল্টে যায়, মূলত ব্যালেন্স রাখতে না পারার জন্যই এই দুর্ঘটনা। এই ঘটনার পরে চলে আসেন বেঙ্গল রোয়িং ক্লাবের ম্যানেজার এডমিন জয়দেব বন্দোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: সাদা বিকিনিতে জলকেলি মোহময়ী পরিণীতির, দেখুন নায়িকার ভাইরাল সব ছবি
যদিও তিনি বলেন মে মাসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে SOP মেনেই বর্তমানে রোয়িং চলছে। যদিও এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন তুলেছেন রবীন্দ্র সরোবরের প্রাতঃভ্রমণকারী ও পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ। তাঁর বক্তব্য, কোনও SOP মানা হচ্ছে না, এমনকী উদ্ধারকারী দলের কাছে শনিবারের ঘটনায় লাইভ জ্যাকেট ছিল না।
আরও পড়ুন: বয়স বাড়ছে, নজর কাড়ছে মোহময়ী রূপ! করিশমায় মুগ্ধ নেটিজেন
গত মে মাসের ২১ তারিখ ঝড়ের মধ্যে রোয়িং করতে গিয়ে মৃত্যু হয় দুই কিশোরের, তারপর কলকাতা পুলিশ, কেএমডিএ ও তিনটি ক্লাবের যৌথ বৈঠক স্থির হয় বেশ কিছু বিধিনিষেধ। যদিও ওইদিন ঝড়ের মধ্যে কি করে রোয়িং করার অনুমতি মিলল তা ছিল বড় প্রশ্ন, এমনকী উদ্ধারকারী দলের ভূমিকা নিয়েও উঠেছিল হাজারো প্রশ্ন। শনিবারের ঘটনা ভিন্ন হলেও ফের উসকে দিল মে মাসের সেই ঝড়ের স্মৃতি।