TRENDING:

অবশেষে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রবীন দেব

Last Updated:

অবশেষে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রবীন দেব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: হার নিশ্চিত। কেউ প্রার্থী হতে নারাজ। ডাক পড়ত একনিষ্ঠ সৈনিকের। কঠিন সময়ে সেই যোদ্ধা কখনও ময়দান ছাড়েননি। দলের সিদ্ধান্ত নিয়ে জানাননি ক্ষোভ। দীর্ঘ রাজনৈতিক জীবনে অবশেষে স্বীকৃতি পেলেন অপেক্ষাকৃত তরুণ এই নেতা। সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রবীন দেব।
advertisement

অবশেষে প্রোমোশন রবীন দেবের। একদা ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক, বর্তমানে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য। একদা বিধায়ক থেকে দলের মুখ্য সচেতক। হায়দরাবাদে ২২ তম পার্টি কংগ্রেসে এসে জায়গা পেলেন দলের সর্বোচ্চ কমিটিতে।

৬৯ বছর বয়সে রাজ্যস্তরের বাইরে শিঁকে ছিঁড়ল। অপেক্ষাকৃত তরুণতর সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, আভাস চক্রবর্তীদের সঙ্গে একই বন্ধনীতে রয়েছেন রবীন দেব। ঝুঁকির মুহূর্তে তাঁকে এগিয়ে দেওয়াটাই সিপিএমের দস্তুর।

advertisement

আরও পড়ুন 

সিপিএমের সাধারণ সম্পাদক হিসেবে বহাল সীতারাম ইয়েচুরিই, মাত কারাটকে

তাতে অবশ্য পরোয়া নেই রবীন দেবের। তাই নিশ্চিত হার জেনেও, ২০০৪ সালে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত মেনে নেন। ২০১৬ সালে সিঙ্গুরের মতো তৃণমূলের উর্বর কেন্দ্রে প্রার্থীপদ মেনে নেন। রাজ্যসভা নির্বাচনের ষষ্ঠ আসনে জোটপ্রার্থী অভিষেক মনু সিংভির বিরুদ্ধে অঙ্কের বিচারে হার জেনেও তাঁকেই এগিয়ে দেয় দল। এমনকি যখন হায়দরাবাদে দলীয় রাজনৈতিক-সাংগঠনিক লাইন ঠিক করতে ব্যস্ত দলীয় নেতারা। তখনও নির্বাচন কমিশন বা আদালতের যুদ্ধ কার্যত একা হাতেই সামলেছেন রবীন।

advertisement

দলের অন্দরে কান পাতলেই শোনা যায় পার্টি অন্ত প্রাণ রবীন দেরিতে হলেও দায়বদ্ধতার পুরস্কার পেলেন। নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য তাঁর কণ্ঠস্থ। ডিলিমিটেশনের কারিগর। যে কোনও সংবাদমাধ্যমে দলের খবর কতটা জায়গা পায় তা মুহূর্তের জানিয়ে দিতে পারেন রবীন।

আরও পড়ুন পকসো আইনে নাবালিকা ধর্ষণের চূড়ান্ত সাজা মৃত্যুদণ্ডে বিশ্বাসী নয় সিপিএম, দাবি বৃন্দা কারাতের

advertisement

প্রায় চার দশকের রাজনৈতিক জীবনে বিড়ম্বনাও কম নেই। সারদা কাণ্ডে তাঁকে তলব করা হয়েছিল। লক্ষ্মণ শেঠকে শাস্তির সিদ্ধান্ত জানাতে গিয়ে দলীয়কর্মীদের বিক্ষোভের মুখোমুখি হতে হয় ক্রাইসিস ম্যানকে। দলের কর্মীরা জানাচ্ছেন, যে সয় সে রয়। সিপিএমে তাঁর প্রকৃষ্ট উদাহরণ রবীন দেব।

বাংলা খবর/ খবর/কলকাতা/
অবশেষে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রবীন দেব