সিপিএমের সাধারণ সম্পাদক হিসেবে বহাল সীতারাম ইয়েচুরিই, মাত কারাটকে
Last Updated:
দেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে ফের মনোনীত হলেন সীতারাম ইয়েচুরি ৷
#নয়াদিল্লি: পার্টিতে নিজের পদ অটুট রেখে দলকে আরও শক্তিশালী করাই ছিল সীতারাম ইয়েচুরির লক্ষ্য। রবিবার সেই লড়াইতেই শেষ হাসি হাসলেন সিপিএমের সাধারণ সম্পাদক। ফের সিপিএমের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন সীতারাম ইয়েচুরি ৷ সেই সঙ্গে পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটিতেও বঙ্গ ব্রিগেডকে আরও মজবুত করলেন ৬৫ বছরের রাজনীতিবিদ। কারাট লবির সব বাধা-বিপত্তিকে টেক্কা দিয়ে সিপিএমে নিজের ক্ষমতা কায়েম রাখলেন সীতারাম।
আরও পড়ুন: যাত্রীবাহী বিমানের জানলা ভেঙে আহত ৩ যাত্রী
২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনকে লক্ষ্য করেই বিজেপি এবং আরএসএস রুখতে কংগ্রেসের সঙ্গে জোট গঠনের ইঙ্গিত বারবার দিয়েছেন সীতারাম ইয়েচুরি ৷ কিন্তু এই জোট গঠনের ক্ষেত্রে বরাবরই বিপক্ষে ছিলেন প্রকাশ কারাট ৷ কিন্তু শেষ পর্যন্ত পার্টি কংগ্রেসের সর্ব্বোচ্চ মঞ্চে প্রকাশ কারাটকে টেক্কা দিয়ে কংগ্রেসের সঙ্গে জোট করার রাস্তা তৈরিতে শেষ হাসি হাসলেন সেই সীতারামই ৷ এরপরই সাধারণ সম্পাদক পদে তাঁর ফের মনোনয়ন ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷
advertisement
advertisement
তবে, আরএসএস এবং বিজেপিকে পরাস্থ করতে জোট গঠনের ক্ষেত্রে সীতারাম ইঙ্গিত দিয়েছেন ঠিকই ৷ কিন্তু ফ্রন্ট গঠনের ক্ষেত্রে কোনও কথা বলেননি তিনি ৷
এই সম্মেলনেই আরও ৯৫ জনকে সেন্ট্রাল কমিটিতে বিভিন্ন পদের জন্য মনোনীত করেছে কমিউনিস্ট পার্টি ৷ উল্লখ্য, ২০১৫ সালে বিশাখাপত্তনমে ২১ তম পার্টি কংগ্রেসের সম্মেলনে সীতারাম ইয়েচুরিকে সম্পাদক পদে মনোনীত করা হয়েছিল ৷ কিন্তু তাঁর সম্পাদক পদে থাকার সময়ই একাধিক নির্বাচনে গোহারা হেরেছে সিপিএম ৷ কিন্তু তারপরেও সীতারামকেই ভরসা করে ফের তাঁর হাতে তুলে দেওয়া হল সিপিএমের সাধারণ সম্পাদকের দায়িত্ব ৷
view commentsLocation :
First Published :
April 22, 2018 3:45 PM IST