কলেজ ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে পুলিশের জালে নৌসেনা অফিসার

Last Updated:

লেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে পুলিশের জালে অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার ৷ ঘটনাটি ঘটেছে দিল্লিতে ৷

#নয়াদিল্লি: কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে পুলিশের জালে অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার ৷ ঘটনাটি ঘটেছে দিল্লিতে ৷ অভিযুক্তের বিরুদ্ধে কলেজ ছাত্রীদের উত্যক্ত এবং অশালীন মেসেজ করার অভিযোগ উঠেছে ৷ অভিযুক্ত নৌসেনা অফিসার সুরাজ দে-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এক ছাত্রী ৷
আরও পড়ুন:সন্তানের বাবা বউয়ের প্রেমিক, ২ মাসের শিশুকে আছড়ে মারল নাবালক পিতা
পুলিশ সূত্রে খবর, হংকংয়ের মার্চেন্ট নেভি কোম্পানিতে কর্মরত নৌসেনা অফিসার সুরাজ অমর কলনির বাসিন্দা ৷ নানা অজুহাতে একাধিক কলেজ ছাত্রীর ফোন নম্বর যোগাড় করে তাদেরকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ৷ এমনকী, ওই সমস্ত ছাত্রীরা যখন কলেজ যেতেন তখন তাদেরকে রীতিমত ধাওয়া করত অভিযুক্ত ব্যক্তি ৷
advertisement
advertisement
গত ১৭ এপ্রিল দক্ষিণ দিল্লির একটি থানায় নৌসেনা অফিসারের অভিযোগ দায়ের করেন ওই কলেজ ছাত্রী ৷ কিন্তু তারপর থেকেই শুরু হয় হুমকি দেওয়া ৷ প্রথমে তিনি অতটা পাত্তা দেন নি ঘটনাটি নিয়ে ৷ নম্বরটি ব্লক করে দেন তিনি ৷ কিন্তু এরপর ফের অন্য নম্বর থেকে অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করেন ওই অফিসার ৷
advertisement
এরপর ওই কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ৷ তদন্তে নেমে জানা যায় শুধু একজন ছাত্রীই নয় ৷ আরও পাঁচ ছাত্রীকে এভাবেই উত্যক্ত করত ওই নৌসেনা অফিসার ৷ একাধিক ফোন নম্বর থেকে ওই সমস্ত কলেজ ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠাত অভিযুক্ত অফিসার ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কলেজ ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে পুলিশের জালে নৌসেনা অফিসার
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement