#নয়াদিল্লি: কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে পুলিশের জালে অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার ৷ ঘটনাটি ঘটেছে দিল্লিতে ৷ অভিযুক্তের বিরুদ্ধে কলেজ ছাত্রীদের উত্যক্ত এবং অশালীন মেসেজ করার অভিযোগ উঠেছে ৷ অভিযুক্ত নৌসেনা অফিসার সুরাজ দে-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এক ছাত্রী ৷
আরও পড়ুন:সন্তানের বাবা বউয়ের প্রেমিক, ২ মাসের শিশুকে আছড়ে মারল নাবালক পিতা
পুলিশ সূত্রে খবর, হংকংয়ের মার্চেন্ট নেভি কোম্পানিতে কর্মরত নৌসেনা অফিসার সুরাজ অমর কলনির বাসিন্দা ৷ নানা অজুহাতে একাধিক কলেজ ছাত্রীর ফোন নম্বর যোগাড় করে তাদেরকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ৷ এমনকী, ওই সমস্ত ছাত্রীরা যখন কলেজ যেতেন তখন তাদেরকে রীতিমত ধাওয়া করত অভিযুক্ত ব্যক্তি ৷
আরও পড়ুন:‘মাঝে মধ্যেই ধর্ষণ নিয়ন্ত্রণ করা যায় না’, বেফাঁস মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
গত ১৭ এপ্রিল দক্ষিণ দিল্লির একটি থানায় নৌসেনা অফিসারের অভিযোগ দায়ের করেন ওই কলেজ ছাত্রী ৷ কিন্তু তারপর থেকেই শুরু হয় হুমকি দেওয়া ৷ প্রথমে তিনি অতটা পাত্তা দেন নি ঘটনাটি নিয়ে ৷ নম্বরটি ব্লক করে দেন তিনি ৷ কিন্তু এরপর ফের অন্য নম্বর থেকে অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করেন ওই অফিসার ৷
এরপর ওই কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ৷ তদন্তে নেমে জানা যায় শুধু একজন ছাত্রীই নয় ৷ আরও পাঁচ ছাত্রীকে এভাবেই উত্যক্ত করত ওই নৌসেনা অফিসার ৷ একাধিক ফোন নম্বর থেকে ওই সমস্ত কলেজ ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠাত অভিযুক্ত অফিসার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।