চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (ডব্লিউবিজেডিএফ)-এর তরফে হিসাব প্রকাশ করে জানানো হয়েছে আন্দোলনের শুরু থেকেই তাঁরা রাজ্যজুড়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অনুদান পেয়েছিলেন৷ তার মধ্যে ১ কোটি ৩৭ টাকা খরচ হয়েছে৷ দু’কোটিরও বেশি টাকা বেঁটে রয়েছে এখনও৷ সেই বেঁচে যাওয়া অনুদানের টাকা দিয়ে ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে, তা-ও জানানো হয়েছে এদিনের গণ কনভেনশনে৷ বুধবার থেকেই চালু হয়েছে জুনিয়র চিকিৎসকদের সংগঠন ডব্লিউবিজেডিএফ-এর ওয়েবসাইট৷
advertisement
আরও পড়ুন: ১টা-২টো নয়…৫টা সাইক্লোনিক সার্কুলেশন! চরম খারাপ হতে চলেছে আবহাওয়া, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
ডব্লিউবিজেডিএফ ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত অনুদানের হিসাব দিয়েছে। বুধবার অডিট রিপোর্ট প্রকাশ করেছে ডব্লিউবিজেডিএফ। তাতে দেখা গিয়েছে, এই সংগঠন মোট দু’কোটি ২৬ লক্ষ ১৯ হাজার ১৩ টাকা অনুদান পেয়েছে। মার্চ মাস পর্যন্ত তারা খরচ করেছে ৩১ লক্ষ ৮৬ হাজার ৩৩৪ টাকা। এখনও বেঁচে আছে এক কোটি ৯৪ লক্ষ ৪২ হাজার ৬০৪ টাকা।
তাঁদের হিসাব অনুযায়ী, ৪,৫৯,৯২১ টাকা খরচ হয়েছে অনশনমঞ্চ তৈরি এবং অনশন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এ ছাড়া, সভা-সমাবেশে ডব্লিউবিজেডিএফ আরও আড়াই লক্ষ টাকা খরচ করেছে। তাদের ওয়েবসাইট এবং অ্যাপ তৈরির জন্য খরচ হয়েছে ৪৪ হাজার টাকা। অভয়া ক্লিনিক আয়োজনে এক লক্ষ ৯২ হাজার টাকা, আদালতে আইনি লড়াই চালানোর জন্য ১৯ লক্ষ ৯০ হাজার টাকা খরচ হয়েছে।
বার বার বিভিন্ন সূত্র থেকে, শাসকদলের কয়েকজন নেতানেত্রীর তরফেও অভিযোগ তোলা হয়েছিল অনুদানের এই অর্থ দিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা ঠিক কী করেছে? এমনকি, বাইরে থেকে হাওলার মাধ্যমে আন্দোলনে টাকা ঢুকেছিল বলেও অভিযোগ করেছিলেন অনেকে৷ সেই সমস্ত অভিযোগের জবাব হিসাবেই সমস্ত স্বচ্ছতা বজায় রাখতে গত অর্থবর্ষ শেষের যাবতীয় হিসেবনিকেশ প্রকাশ্যে আনা হল বলে জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে৷