Alipore Rain Forecast: অপেক্ষার শেষ, আসছে কালবৈশাখী! প্রাণ জুড়নো ঠান্ডা হাওয়ায় জবজবে ঘাম থেকে মুক্তি, কবে কোথায় বৃষ্টি জানিয়ে দিল আলিপুর
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোরো বাতাস বইবে।
advertisement
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি চলবে। সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টি বেশি হবে। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিকেল বা সন্ধ্যায় হতে পারে কালবৈশাখী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুক্রবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে। এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড়ো পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে; আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।
advertisement
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। উপরের দিকের পাঁচ জেলা ও মালদাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবারে ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
advertisement









