TRENDING:

Queen Elizabeth: প্রয়াত রানি, কলকাতায় আজও তাঁর স্মৃতি নিয়ে সচল Dodge 1463

Last Updated:

১৯৬১ সালে কলকাতার পথে দেখা গিয়েছিল রানি এলিজাবেথকে। গাড়িতে দাঁড়িয়ে হাসিতে উজ্জ্বল রানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একটা কালো রংয়ের সেভেন সিটার ডজ গাড়ি৷ আর সেই গাড়িই এখন রাজ্য পরিবহণ দফতরের স্মৃতির পাতায়৷ যে গাড়িকে প্রতিদিন ছুঁয়ে দেখছেন পরিবহণ দফতরের কর্মীরা৷ কারণ এই গাড়িতেই কলকাতায় এসে চেপেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷
কলকাতায় এসে এই গাড়িতেই চেপেছিলেন ইংল্যান্ডের রানি৷
কলকাতায় এসে এই গাড়িতেই চেপেছিলেন ইংল্যান্ডের রানি৷
advertisement

রানির মৃত্যুর পরে এই গাড়িকে নিয়ে নানান গল্প কথা শোনা যাচ্ছে।সময়টা ১৯৬১ সালের ফ্রেব্রুয়ারির শেষ সপ্তাহ৷ খবর আসল কলকাতায় আসছেন রানিএলিজাবেথ। আর তার জন্য গাড়ির ব্যবস্থা করার আদেশনামা গিয়ে পৌঁছল রাজ্য পরিবহণ দফতরে। ভবানীপুরের জাস্টিস চন্দ্রমাধব রোডের রাজ্য পরিবহণ দফতরের পুলকার অফিসে খবর গেল। আর সেখানেই রানির জন্য বাছাই করা হল দু'টি গাড়ি৷ একটি Dodge 1463 আর একটি হল PLYMOUTH গাড়ি।

advertisement

আরও পড়ুন: কাপে ডুবিয়ে চা খেয়েছিলেন রানি, সেই টি ব্যাগ অনলাইনে বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে!

১৯৬১ সালে কলকাতার পথে দেখা গিয়েছিল রানি এলিজাবেথকে। গাড়িতে দাঁড়িয়ে হাসিতে উজ্জ্বল রানি। হাত নাড়তে নাড়তে রাজভবনমুখী পথ তিনি পেরিয়ে গেলেন। সেই ছবি এখনও নানা ফটো গ্যালারিতে উজ্জ্বল। আর সেই গাড়িটিই হল Dodge 1463 গাড়ি৷  যা এখনও বিশেষ যত্নে রাজ্য সরকারের পুল কার অফিসে দাঁড়িয়ে রয়েছে৷ এই গাড়ি ব্যবহার করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ও। আর এখন এই গাড়ি ব্যবহার হয় প্রতি বছর ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে৷ এই গাড়িতে বসিয়েই রাজভবন থেকে রেড রোড নিয়ে আসা হয় রাজ্যপালকে। তবে আর কতদিন এই গাড়ি ব্যবহার করা যাবে, তা নিয়ে একটা সংশয় রয়েছে৷ তবে প্রতিনিয়ত এই গাড়ির রক্ষণাবেক্ষণ করা হয় রাজ্য পুলকার দফতরে।

advertisement

তবে যাত্রা বন্ধ হলেও অসুবিধা নেই৷ হেরিটেজ মর্যাদা প্রাপ্ত এই গাড়ি রাখা থাকবে পরিবহণ দফতরের সংগ্রহশালায়।এই Dodge 1463 গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছিল ১৯৫৬ সালে। ১৯৬৪ সাল থেকে এই গাড়ির যাত্রা পথের সব বিবরণ রেকর্ড করে রাখা আছে৷ সেভেন সিটার এই গাড়ি ছ'টি সিলিন্ডারের সাহায্যে চলে। আনুমানিক ২ হাজার ৩০০ কেজির এই গাড়ি, এখনও ১০০ কিমি দৌড়তে সক্ষম। ঘন্টায় প্রায় ৭০ কিমি দৌড়তে এই পারে এই গাড়ি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, চার-পাঁচ বছর আগে গাড়ির বনেটের কাছে একটা সমস্যা হয়েছিল। নোজে জং ধরেছিল। ক্রোমিয়াম-নিকেল মেলানো যায় নি৷ তাই পেতল দিয়ে নোজ ও হেডলাইট রিং বানানো হয়েছে। চাকার বাইরে আলাদা করে এখন রিং বসানো হয়েছে৷ যাতে পুরানো মূল রিং নষ্ট না হয়ে যায়। প্রতি বছর এই গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৬৫ হাজার টাকা খরচ হয়। এই গাড়িতেই রানি দ্বিতীয় এলিজাবেথ যাত্রা করেছিলেন কলকাতা থেকে দূর্গাপুর। রানি প্রয়াত হলেও, তাঁর কলকাতা সফরের সাক্ষ্য  বহনকারী Dodge 1463 আজও সচল হয়ে আছে এই মহানগরেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Queen Elizabeth: প্রয়াত রানি, কলকাতায় আজও তাঁর স্মৃতি নিয়ে সচল Dodge 1463
Open in App
হোম
খবর
ফটো
লোকাল