TRENDING:

প্রবল বৃষ্টিতেও কেনাকাটায় সুবিধে করে দিল পুজো শপিং স্পেশাল সরকারি বাস  

Last Updated:

Puja Shopping Government Bus: বাস মিলছে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতা থেকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারী বৃষ্টি হলেও যাতায়াতে অসুবিধায় পড়ল না মানুষ। শনিবারের ভারী বৃষ্টিতেও শপিং করতে বেরিয়ে পড়েছিলেন অনেকেই। ত্রাঁ আবার একটা বড় অংশ মফঃস্বলের বাসিন্দা। ফলে তাদের বড় অংশ নির্ভরশীল বাসের ওপরে।
advertisement

শেষমেষ এই প্রবল বৃষ্টিতেও তাঁদের ভরসা ছিল শপিং স্পেশাল বাস। নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়াহাট সব জায়গা থেকেই মিলল এই বাস।

কোভিড পূর্ববর্তী সময়ের মতোই ফের পুজো স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর৷

p style="text-align: justify;">আরও পড়ুন- Firhad Hakim: 'আমার বিধানসভা এলাকা বলেই আমার পরিচিত?' টাকা উদ্ধার কাণ্ডে পাল্টা প্রশ্ন ফিরহাদের

advertisement

উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার শপিং ডেস্টিনেশন থেকে যাত্রীদের সুবিধার জন্য চালু হয়েছে পুজো শপিং স্পেশাল বাস। বাস মিলছে শ্যামবাজার, নিউ মার্কেট ও গড়িয়াহাট থেকে।

এই বিশেষ বাসগুলি হাওড়া-শিয়ালদহ-গড়িয়া-বেহালার মতো জায়গাকে যুক্ত করবে। পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। শনি এবং রবিবার সেই ভিড় আরও বাড়ছে। সপ্তাহান্তের সেই ভিড় সামাল দিতে আগেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবার সপ্তাহান্তে চলবে অতিরিক্ত সরকারি স্পেশ্যাল বাসও। এমনই জানিয়ে ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

advertisement

মধ্য কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন নিউ মার্কেট- এসপ্ল্যানেড চত্বর থেকে বাস ছাড়বে। এসপ্ল্যানেড-হাওড়া রুটে আর আর অ্যাভিনিউ-রাজভবন-বিবাদি বাগ-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ পর্যন্ত ৬ বার যাতায়াত করবে বাসটি।

এসপ্ল্যানেড-ডানলপ রুটে সিআর অ্যাভিনিউ-সেন্ট্রাল মেট্রো-গিরিশ পার্ক-বিবেকানন্দ রোড-হাতিবাগান-শ্যামবাজার-বিটি রোড-সিঁথি হয়ে ৩ বার যাতায়াত করবে সরকারি স্পেশ্যাল আরও একটি বাস। উত্তর কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন হাতিবাগান, শ্যামবাজার চত্বর। সেখান থেকে বাস চলবে শ্যামবাজার-ব্যারাকপুর কোর্ট রুটে বিটি রোড-চিড়িয়ামোড়-রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-সিঁথি-ডানলপ-টিটাগড়-সোদপুর হয়ে চলবে ২ বার।

advertisement

আরও পড়ুন- Gardenreach money recovery update: এখনও পর্যন্ত ১২ কোটি! অর্পিতার ফ্ল্যাটকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে গার্ডেনরিচের ছাপো

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

p style="text-align: justify;">দক্ষিণ কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন গড়িয়াহাট চত্বর থেকে বাস চলবে গড়িয়াহাট-হাওড়া স্টেশন রুটে দেশপ্রিয় পার্ক-রাসবিহারী ক্রসিং-হাজরা-এক্সাইড-পার্ক স্ট্রিট মেট্রো- মেয়ো রোড-আকাশবাণী হয়ে চলবে ৩ বার। গড়িয়াহাট-পর্ণশ্রী রুটে দেশপ্রিয় পার্ক-রাসবিহারী-টালিগঞ্জ ফাঁড়ি-তারাতলা হয়ে চলবে ৩ বার।গড়িয়াহাট-বেহালা চৌরাস্তা রুটে দেশপ্রিয় পার্ক-চেতলা-তারাতলা হয়ে চলবে ৩ বার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রবল বৃষ্টিতেও কেনাকাটায় সুবিধে করে দিল পুজো শপিং স্পেশাল সরকারি বাস  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল