আরও পড়ুন: আগামী মাসেই শাসকদলের একাধিক নেতা মন্ত্রী বিজেপিতে যোগ দেবেন, দাবি দিলীপের
ওলা-উবরের ভাড়া নিয়ন্ত্রণে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ৷ সেই মামলাতেই অবিলম্বে সার্জচার্জ বাতিলের দাবি করা হয়েছে ৷ বেশিরভাগ ক্ষেত্রেই পিক আওয়ারে চাওয়া হয় অতিরিক্ত ভাড়া ৷ গাড়ির বা ফোনের জিপিএস বন্ধ রেখে চাওয়া হয় অতিরিক্ত ভাড়া ৷ এবার সেই অতিরিক্ত ভাড়া বনধের দাবি জানিয়েই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে ৷ সেই মামলায় ওলা-উবরকে পরিবহণ আইনে আনারও দাবি জানানো হয়েছে ৷ সেই পরিবহণ আইন অনুযায়ীই, সারাদিন একই ভাড়া রাখার দাবি জানানো হয়েছে ৷ আগামী শুক্রবার সেই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: চেয়েছিলেন কন্যাসন্তান ! রাগে-ক্ষোভে ১০ মাসের পুত্রসন্তানকে খুন করলেন মা
ঘড়িতে সকাল ১০টা। ধরুন আপনি দাঁড়িয়ে সেক্টর ফাইভের কলেজ মোড়ে। যাবেন ধর্মতলা। অ্যাপ ক্যাবে ভাড়া দেখাল ৭০০ টাকা। এমনিতে ২৫০-র বেশি হওয়ার কথা নয়। তা হলে বাড়তি ভাড়া কেন? রাস্তায় গাড়ি নেই তো? সার্জ চার্জ লাগবে না !
সেক্টর ফাইভে গাড়ি ছিল না, এমনটা কিন্তু মোটেও নয়। গাড়ি ছিল। খালি জিপিএসটা বন্ধ করা। তাই অ্যাপে গিয়ে আপনি গাড়ির দেখা পাননি। সেই অজুহাতে ক্যাব সংস্থাও আড়াইগুণ ভাড়া হেঁকেছে। জিপিএস বন্ধ করে রেখে এভাবেই ক্যাবের ভাড়া বাড়ানোর খেলায় নেমেছেন কিছু ক্যাব চালক। একটা ট্রিপ করেই দুটো বা তিনটে ট্রিপের রোজগার। সঙ্গে ইনসেনটিভ। দিনের একটা বড় সময়ে এভাবেই জিপিএস বন্ধ রাখছে বেশ কিছু ক্যাব চালক।