TRENDING:

NRS কাণ্ডের জের, রাজ্য জুড়ে সব মেডিক্যাল কলেজেই জুনিয়র ডাক্তারদের প্রতীকী কর্মবিরতি শুরু

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মস্তিষ্কের ফ্রন্টাল লোব ভেঙেছে এনআরএস-এর ইন্টার্ন পরিবহ মুখোপাধ্যায়ের। মল্লিক বাজারের ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি রয়েছেন তিনি। কিন্তু মঙ্গলবারই হাসপাতাল থেকে খবর এসেছে তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালেরই আরও এক জুনিয়র ডাক্তার যশ টেকওয়ানি মাথায় এবং হাতে গুরুতর চোট নিয়ে ভর্তি রয়েছেন ৷
advertisement

সতীর্থদের শারীরিক অবস্থা অবনতির খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েছে এনআরএস হাসপাতালের বিক্ষোভরত ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তাররা। মেন গেটের কাছে চলছে তুলকালাম। স্লোগান উঠেছে, “হাসপাতালে ঢুকতে হলে আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে।”

আরও পড়ুন: মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি NRS-এর ২ জুনিয়র ডাক্তার, অবস্থা জটিল হচ্ছে ক্রমশ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

চিৎকারে ফেটে পড়েছেন বিক্ষোভে সামিল সকলেই। বিক্ষোভে সামিল হচ্ছেন রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজেরে জুনিয়র ডাক্তাররাও ৷ একই সঙ্গে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে প্রতীকী কর্মবিরতির ডাক দেওয়ায় দু’ঘণ্টার জন্য বন্ধ হয়ে গেল আউটডোর পরিষেবা। এর ফলে হাসপাতালগুলিতে জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে। কল্যাণী,মুর্শিদাবাদ, সাগর দত্ত মেডিক্যাল এবং মেদিনীপুর মেডিক্যালে ইন্টার্নরা শুরু করেছেন প্রতীকী কর্মবিরতি ৷ ক্রমশই পরিস্থতি ঘোরালো হয়ে উঠেছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
NRS কাণ্ডের জের, রাজ্য জুড়ে সব মেডিক্যাল কলেজেই জুনিয়র ডাক্তারদের প্রতীকী কর্মবিরতি শুরু