সতীর্থদের শারীরিক অবস্থা অবনতির খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েছে এনআরএস হাসপাতালের বিক্ষোভরত ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তাররা। মেন গেটের কাছে চলছে তুলকালাম। স্লোগান উঠেছে, “হাসপাতালে ঢুকতে হলে আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে।”
আরও পড়ুন: মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি NRS-এর ২ জুনিয়র ডাক্তার, অবস্থা জটিল হচ্ছে ক্রমশ
advertisement
চিৎকারে ফেটে পড়েছেন বিক্ষোভে সামিল সকলেই। বিক্ষোভে সামিল হচ্ছেন রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজেরে জুনিয়র ডাক্তাররাও ৷ একই সঙ্গে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে প্রতীকী কর্মবিরতির ডাক দেওয়ায় দু’ঘণ্টার জন্য বন্ধ হয়ে গেল আউটডোর পরিষেবা। এর ফলে হাসপাতালগুলিতে জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে। কল্যাণী,মুর্শিদাবাদ, সাগর দত্ত মেডিক্যাল এবং মেদিনীপুর মেডিক্যালে ইন্টার্নরা শুরু করেছেন প্রতীকী কর্মবিরতি ৷ ক্রমশই পরিস্থতি ঘোরালো হয়ে উঠেছে ৷