মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি NRS-এর ২ জুনিয়র ডাক্তার, অবস্থা জটিল হচ্ছে ক্রমশ

Last Updated:
#কলকাতা: ধুন্ধুমার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ গতকাল থেকেই রণক্ষেত্র হয়ে এনআরএস হাসপাতাল চত্বর ৷ রোগী মৃত্যুর জেরে সোমবার মধ্যরাতেই খণ্ডযুদ্ধ বাঁধে রোগী এবং জুনিয়র ডাক্তারদের। অভিযোগ জুনিয়র ডাক্তারদের উপর ক্রমাগত ইঁট বৃষ্টি হতে থাকে ৷ ইঁটের আঘাতে গুরুতর জখম হন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের দুই জুনিয়র ডাক্তার ৷
জানা গিয়েছে, তাঁদের অবস্থা প্রচণ্ড আশঙ্কাজনক ৷ গুরুতর আহত হন পরিবহ মুখোপাধ্যায় এবং যশ টেকওয়ানি নামে দুই জুনিয়র ডাক্তার ৷ পরিবহ মুখোপাধ্যায়ের তাঁর ফ্রন্টাল বোনে আঘাত গুরুতর এই মুহূর্তে তাঁকে মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে ৷ অন্যদিকে যশ টেকওয়ানি ভর্তি এনআরএস-এ ৷
Untitled design - 2019-06-11T140822.654
advertisement
advertisement
পরিবহ মুখোপাধ্যায় এবং যশ টেকওয়ানি (ছবি: ফেসবুক) ৷
যশের মাথায় ও হাতে চোট লেগেছে ৷ চিকিৎসকদের উপর বার বার আঘাত নেমে আসছে ৷ সেই কারণেই অবস্থানে বসেছেন এনআরএস-এর জুনিয়র ডাক্তাররা ৷ চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ক্রমশই ছড়িয়ে পড়ছে ৷ নড়েচড়ে বসেছে প্রশাসনও৷ এনআরএসে চিকিৎসককে মারের ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যেই ৫জনকে গ্রেফতার করেছে এন্টালি থানা ৷
advertisement
62373309_2324632561115131_8966289459318358016_n
এনআরএসের ঘটনার প্রতিবাদে কার্যত গর্জে উঠেছে গোটা রাজ্য। মেদিনীপুর মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আর জি কর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ একাধিক হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্নরা। আশঙ্কা এর ফলে রাজ্য জুড়ে ব্যাহত হবে চিকিৎসা পরিষেবা। ভোগান্তি বাড়বে রোগীদের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি NRS-এর ২ জুনিয়র ডাক্তার, অবস্থা জটিল হচ্ছে ক্রমশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement