এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, "সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে মাত্র দেড় মাসের মধ্যে এই থিম পার্ক তৈরি করা হয়েছিল । কোভিডের জন্য উদ্বোধনের পর পরই এটি বন্ধ হয় । এখন পুরোদমে পার্ক খুলে যাওয়ায় ভিড় বাড়ছে মানুষের । যারা বিজ্ঞানী তথা আবিষ্কারক প্রোফেসর শঙ্কুর উপর লেখা বইগুলি পড়েছেন, তাঁদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই পার্ক।" আধিকারিকদের দাবি, যারা সিটি সেন্টার টু ঘুরতে আসছেন তাঁরা প্রায় সকলেই একবার আসছেন এই পার্কে।
advertisement
আরও পড়ুন : নাকের দুপাশে চশমার ফ্রেমের দাগ? তুলে ফেলুন এই ঘরোয়া উপায়ে
সত্যজিৎ রায়ের জন্মদিন ২মে-কে স্মরণ করে এই প্রবাদপ্রতিম চলচ্চিত্র নির্মাতাকে শ্রদ্ধা জানাতে প্রফেসর শঙ্কু পার্ক তৈরি করেছে এনকেডিএ (NKDA)। পার্ক ঘুরতে আসা শুধু ছোটরা নয়, সত্যজিৎ রায়ের এই মহান সৃষ্টিকে যারা ভালবাসেন, তাঁরাও নস্টালজিক হয়ে পড়ছেন এখানে এসে। পার্কের মূল গেট দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে প্রফেসর শঙ্কুর বিশাল মূর্তি। রয়েছে ছোটদের খেলার জায়গা। দেখা মিলবে ‘ভিনগ্রহীদের’। চাক্ষুষ করা যাবে মমি, পিরামিডের। চারপাশে খেজুর গাছ লাগিয়ে এমন পরিবেশ সৃষ্টি করা হয়েছে, মনে হবে এক টুকরো মিশর।
আরও পড়ুন : শিশুসন্তান হাঁটতে শিখছে না? এই নিয়মগুলি আপনি মানছেন তো?
শঙ্কু এবং তাঁর কান্ড কারখানা নিয়ে বেশ কিছু অসাধারণ চিত্রশিল্পের দেখা মিলবে এই পার্কে। সন্ধ্যার আলো- ছায়ার মায়াবী পরিবেশে প্রতিটি সৃষ্টিই জীবন্ত মনে হবে এখানে। টিকিট কাউন্টারোর পাশাপাশি ক্যাফেটেরিয়া, টয়লেটও থাকছে এই পার্কে।
(প্রতিবেদন : রুদ্রনারায়ণ রায়)