এদিনের বৈঠকে উপস্থিত এক ব্যক্তি জানান, পাঁচ ঘণ্টার বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে কথা বলেছেন নেতারা৷ ব্যাপক রদবদল হতে চলেছে বিজেপির সাংগঠনিক স্তরেও৷ এছাড়াও, চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা, মিজোরাম এবং ছত্তীসগঢ় এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ সেই নির্বাচনে বিজেপির রণকৌশল কী হতে চলেছে, তা নিয়েও কথা হয় বৈঠকে৷
advertisement
যে সমস্ত রাজ্যে নির্বাচন, তারমধ্যে একমাত্র মধ্যপ্রদেশেই ক্ষমতায় রয়েছে বিজেপি৷ কর্ণাটকে হারের পরে এই পাঁচ রাজ্যের নির্বাচনে ভাল ফল বিজেপির কাছে অবশ্যই মুখরক্ষার লড়াই৷ তাছাড়া, লোকসভা ভোটের আগে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতেও মরিয়া মোদি সরকার।
সংসদের আসন্ন বাদল অধিবেশনেও এ নিয়ে বিল পেশ হতে পারে বলে জানা গিয়েছে। অন্য দিকে, লোকসভা ভোটের আগে শেষবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে পারে পরেও জল্পনা তৈরি হয়েছে বিজপির অন্দরমহলে। কয়েক জন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সরিয়ে তাঁদের সংগঠনের কাজে পাঠানো হতে পারে বলে বিজেপি সূত্রের খবর।
আরও পড়ুন: গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা! ১৮৯ জনকে সাসপেন্ড করল তৃণমূল
প্রসঙ্গত, গত মঙ্গলবার মধ্যপ্রদেশে বিজেপি কর্মীদের সামনে বক্তৃতা করতে গিয়েও দেশের সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়ে জোড়াল সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী মোদি৷