TRENDING:

Justice Abhijit Gangopadhyay: ‘সিবিআইয়ের কাজ কি মানুষকে বোকা বানানো?’, ডিরেক্টরের রিপোর্ট তলব করে তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

এরপরেই সিটের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই ডিরেক্টরের রিপোর্ট তলব করেন তিনি আগামী ৪ অক্টোবর দুপুর দু’টোয় তাঁকে ভার্চুয়ালি হাজির থাকতে হবে এজলাসে। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাইকোর্টে বড়সড় ধাক্কা সিবিআইয়ের। সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় অসন্তুষ্টি প্রকাশ, আইনজীবীকে তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের৷ প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের ডিরেক্টরের রিপোর্ট তলব করলেন তিনি। সিট সদস্যদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট জমা দেবেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ। তেমনটাই খবর সূত্রের৷ প্রাথমিক দুর্নীতির তদন্তে যে বিশেষ তদন্তকারী দল বা সিট তৈরি করা হয়েছে, তার কর্মদক্ষতা কতটা, সেটা নিয়েই রিপোর্ট চেয়েছে আদালত৷ আগামী ৪ অক্টোবরের মধ্যে এই রিপোর্ট পেশের দিন ধার্য করা হয়েছে৷
advertisement

এদিন এজলাসে সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সিবিআইয়ের কাজ কি মানুষকে বোকা বানানো? সিবিআই-কে দায়িত্ব দেওয়া হল, কিন্তু কিছুই হল না, একবছর হয়ে গেল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে জিজ্ঞাসাবাদে যে প্রশ্নগুলো করা উচিত, সেগুলোই করা হয়নি। কেস ডায়েরি দেখে আমি জানলাম। এরকম কেন?’’

আরও পড়ুন: খালিস্তানি নেতা খুন নিয়ে দ্বৈরথ! কানাডায় থাকা পড়ুয়াদের সতর্ক করল ভারত, অ্যাডভাইজারি জারি বিদেশমন্ত্রকের

advertisement

এরপরেই সিটের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই ডিরেক্টরের রিপোর্ট তলব করেন তিনি আগামী ৪ অক্টোবর দুপুর দু’টোয় তাঁকে ভার্চুয়ালি হাজির থাকতে হবে এজলাসে। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

গত সোমবারও ভরা এজলাসে সিবিআইয়ের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এমনকি, ‘মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগসাজশ রয়েছে সিবিআই আধিকারিকদের!’ এমনও কটাক্ষ করেছিলেন৷

আরও পড়ুন: ‘সবাই ভোটে দাঁড়িয়ে ড্যাং ড্যাং করে জিতে যাবে..’ আদালতে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়, অবসরগ্রহণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য

advertisement

বলেছিলেন, ‘‘আমার নির্দেশের পরেও আপনারা মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেননি। তাঁকে দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন। আমার তো মনে হয় সিবিআই-এর আধিকারিক এবং মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশেই এই কাজ হয়েছে। আমার তো মনে হয়, সিবিআই আধিকারিকরাই মানিক ভট্টাচার্যকে বুদ্ধি দিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে আসুন, তাহলে আমরা গ্রেফতার করব না।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এখানেই শেষ নয়, এদিন রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যেও তীব্র কটাক্ষ করেন তিনি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Gangopadhyay: ‘সিবিআইয়ের কাজ কি মানুষকে বোকা বানানো?’, ডিরেক্টরের রিপোর্ট তলব করে তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল