এদিন এজলাসে সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সিবিআইয়ের কাজ কি মানুষকে বোকা বানানো? সিবিআই-কে দায়িত্ব দেওয়া হল, কিন্তু কিছুই হল না, একবছর হয়ে গেল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে জিজ্ঞাসাবাদে যে প্রশ্নগুলো করা উচিত, সেগুলোই করা হয়নি। কেস ডায়েরি দেখে আমি জানলাম। এরকম কেন?’’
advertisement
এরপরেই সিটের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই ডিরেক্টরের রিপোর্ট তলব করেন তিনি আগামী ৪ অক্টোবর দুপুর দু’টোয় তাঁকে ভার্চুয়ালি হাজির থাকতে হবে এজলাসে। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
গত সোমবারও ভরা এজলাসে সিবিআইয়ের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এমনকি, ‘মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগসাজশ রয়েছে সিবিআই আধিকারিকদের!’ এমনও কটাক্ষ করেছিলেন৷
বলেছিলেন, ‘‘আমার নির্দেশের পরেও আপনারা মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেননি। তাঁকে দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন। আমার তো মনে হয় সিবিআই-এর আধিকারিক এবং মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশেই এই কাজ হয়েছে। আমার তো মনে হয়, সিবিআই আধিকারিকরাই মানিক ভট্টাচার্যকে বুদ্ধি দিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে আসুন, তাহলে আমরা গ্রেফতার করব না।’’
এখানেই শেষ নয়, এদিন রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যেও তীব্র কটাক্ষ করেন তিনি৷