TRENDING:

Primary TET SCam | Kuntal Ghosh | Tollywood: শুধু বনি সেনগুপ্তই নন! কুন্তল ঘোষের কাছ থেকে আরও অনেক টলি তারকার অ্যাকাউন্টে গেছে টাকা! আগামী সপ্তাহেই ৫-৬ জনকে তলব ED-র

Last Updated:

ইডি সূত্রের খবর, শুধু বনিতেই শেষ নয়, টলিপাড়ার সেলিব্রেটিদের তলবের প্রক্রিয়া শুরু হবে আগামী সপ্তাহ থেকেই। আদালতেই এই কথা জানিয়ে দিয়েছেন ইডির আইনজীবী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের টলিউড যোগ আদালতে আরও সুপ্রতিষ্ঠিত করতে চাইছে ইডি। এদিন, কুন্তলের টলি-যোগ নিয়ে জোরাল সওয়াল করেন ইডির আইনজীবী। বিচারকের সামনে দাবি করেন, টলি তারকাদের প্রায় ৬.৫ কোটি টাকা দিয়েছেন কুন্তল। শুক্রবার ব্য়াঙ্কশালে বিশেষ ED আদালতে হাজির করানো হয় কুন্তল ঘোষকে। সেখানেই হয় সওয়াল-জবাব।
advertisement

এদিন বিচারক বিদ্যুৎ কুমার রায়ের এজলাসে ইডি-র আইনজীবী দাবি করেন, কুন্তলের দুটি অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা গিয়েছে টলিপাড়ার একাধিক সেলেব্রিটির কাছে। তারকাদের দেওয়া টাকার মোট অঙ্কের পরিমাণ প্রায় ৬.৫ কোটি টাকা বলে দাবি ইডির।

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে দিল্লিতে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের রাঁধুনি! তলব আরও ১২ জনকে

advertisement

ইতিমধ্যেই, কুন্তলের কাছ থেকে গাড়ি কেনার টাকা নেওয়ার কারণে ইডির দফতরে হাজিরা দিতে হয়েছিল টলিউড অভিনেতা তথা অভিনেতা সুখেন দাসের নাতি বনি সেনগুপ্তকে। বনি জানিয়েছিলেন, সিনেমার করার মৌখিক চুক্তির বদলে কুন্তল তাঁকে গাড়ি কেনার জন্য ৪৪ লক্ষ টাকা দিয়েছিলেন। সেই টাকা অবশ্য শুক্রবার ইডি-র কাছে ফিরিয়ে দিয়েছেন বনি।

অন্যদিকে, কুন্তলের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল সোমা চক্রবর্তী নামে এক মহিলার বিরুদ্ধে। সোমাও এদিন ইডির কাছে ফেরত দিয়েছেন আধকোটি টাকা।

advertisement

আরও পড়ুন: 'প্রভাবশালী' ব্য়ক্তিদের কথাতেই নাকি 'চাকরি বিক্রির' পসার! ED-র কাছে বিস্ফোরক দাবি শান্তনুর

ইডি সূত্রের খবর, শুধু বনিতেই শেষ নয়, টলিপাড়ার সেলিব্রেটিদের তলবের প্রক্রিয়া শুরু হবে আগামী সপ্তাহ থেকেই। আদালতেই এই কথা জানিয়ে দিয়েছেন ইডির আইনজীবী।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইডি সূত্রের দাবি, 'চাকরি বিক্রির' কালো টাকা টলিউডে বিনিয়োগ করে সাদা করার চেষ্টা করতেন কুন্তল। সেই কারণেই কাজে লাগাতেন তাঁর টলি-যোগ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary TET SCam | Kuntal Ghosh | Tollywood: শুধু বনি সেনগুপ্তই নন! কুন্তল ঘোষের কাছ থেকে আরও অনেক টলি তারকার অ্যাকাউন্টে গেছে টাকা! আগামী সপ্তাহেই ৫-৬ জনকে তলব ED-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল