TRENDING:

Kuntal Ghosh: জেল সুপারের পরে কুন্তল মামলায় এবার তলব চিকিৎসককেও! নিজাম প্যালেসে দিলেন হাজিরা

Last Updated:

আপাতত, জেল হেফাজতে রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁকে গ্রেফতার করে। পরে তাঁকে হেফাজতে নেয় সিবিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে এবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন প্রেসিডেন্সি সংশোধনাগার হাসপাতালের চিকিৎসক। সোমবার তাঁকে তলব করেছিল সিবিআই৷ সিবিআই সূত্রের খবর, এদিন সকাল ১১ টার মধ্যে হাজিরা দেন চিকিৎসক পি কে ঘোষ।
advertisement

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের চিঠি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য প্রেসিডেন্সি জেল হাসপাতালের চিকিৎসককে তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে। এর আগে প্রেসিডেন্সি জেল সুপারকেও এ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

আরও পড়ুন: বর্ষাকালে কত ডিগ্রিতে রাখা উচিত AC? যাতে পকেটেও টান পড়বে কম, ভাল থাকবে মেশিনও

থানায় দায়ের করা চিঠিতে কুন্তল ঘোষ লিখেছিলেন, জিজ্ঞাসাবাদ চলাকালীন তাঁকে আঘাত করা হয়েছিল। জেলে যাওয়ার পরে ঠিক কী অবস্থায় কুন্তল ছিলেন? তাঁর শরীরে আঘাতের কোনও চিহ্ন কি দেখেছিলেন চিকিৎসক? এই সবই চিকিৎসকেরা কাছে সিবিআইয়ের কর্তারা জানতে চান বলে সূত্রের খবর৷ এছাড়া, জেলের ভিতরে কুন্তল বাড়তি কোনও সুবিধা পাচ্ছেন কি না? বর্তমানে কুন্তলের শারীরিক অবস্থা কেমন? সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয় ওই চিকিৎসককে।

advertisement

আপাতত, জেল হেফাজতে রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁকে গ্রেফতার করে। পরে তাঁকে হেফাজতে নেয় সিবিআই।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিসিং ফাইল’-এর খোঁজ! হঠাৎ করেই উধাও, কোথায় গেল..তৎপর সিবিআই

advertisement

এর মধ্যেই গত কয়েক মাস আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ আনেন কুন্তল৷ সংবাদ মাধ্যমের সামনে তিনি দাবি করেন, জিজ্ঞাসাবাদের সময় তাঁকে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করেছেন সিবিআই ও ইডির অফিসাররা। এছাড়া, তাঁকে শারীরিক নির্যাতন করা হয় বলেও দাবি করেন তিনি।

সেই অভিযোগের জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। কুন্তল চিঠি দেন আলিপুর আদালতের বিচারককে ও জেল সুপারকে। হেস্টিংস থানাতেও যায় তাঁর চিঠি। কুন্তলের সেই চিঠি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এর আগে এ নিয়ে প্রেসিডেন্সি জেল সুপারকে ডেকে পাঠানো হয়েছিল। এবার প্রেসিডেন্সি জেল হাসপাতালের চিকিৎসককেও তলব করে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করল সিবিআই।

advertisement

ARPITA HAZRA

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

এই বার্তা এইমাত্র এসেছে. আপনি News18 বাংলা ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত পেতে এবং পড়তে পারেন। আমরা আরও তথ্য পাওয়ার সাথে সাথে আমরা এই পোস্টটি আপডেট করব। অবিলম্বে সব খবর এবং আপডেট পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন. আগে সব খবর পান

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kuntal Ghosh: জেল সুপারের পরে কুন্তল মামলায় এবার তলব চিকিৎসককেও! নিজাম প্যালেসে দিলেন হাজিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল