সূত্রের খবর, চাকরির জন্য কুন্তলকে টাকা দিয়েছিলেন এমন ৯ জনকে সোমবার নিজাম প্যালেসে তলব করে সিবিআই৷ এরকম মোট ৩০ জন প্রার্থী রয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও ১২ জনকে তলব করা হয়েছিল সিবিআই। সূত্রের খবর,চাকরি পাইয়ে দেওয়ার জন্য তাঁরা এজেন্ট মারফত কুন্তলকে মোট ১ কোটি আশি লক্ষ টাকা দিয়েছিলেন। এঁদের বয়ান রেকর্ড করছে সিবিআই।
advertisement
আরও পড়ুন: মৃত সন্তানকে ব্যাগে ভরে বাড়ি! কালিয়াগঞ্জের ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল নবান্ন
সিবিআই সূত্রের খবর, সাক্ষী হিসাবে ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারা অনুসারে এঁদের তলব করা হয় নিজামে। এঁদের মধ্যে কেউ প্রাইমারি শিক্ষকতার জন্য টাকা দিয়েছেন, তো কেউ আপার প্রাইমারির জন্য।
প্রসঙ্গত, ইডির দেওয়া কুন্তলের চার্জেশিটে দিব্যেন্দু বাগ নামের এক এজেন্টর কথা উল্লেখ ছিল। দিব্যেন্দু বাগকে সিবিআই এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল। সূত্রের খবর, তাঁর নিজের একটি সংস্থাও রয়েছে। যার অধীনে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে বিএড, ডিএলএড প্রশিক্ষণ দেওয়া হত। ২০১২ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কুন্তলের সঙ্গে দিব্যেন্দুর পরিচয় হয়।
কুন্তল সেই সুবাদে ২০১৭ সালে যোগাযোগ করে দিব্যেন্দু সঙ্গে। দিব্যেন্দুর কাছে কুন্তল বেশ কিছু চাকরি প্রার্থীর খোঁজ পায়, যাঁরা টাকার বিনিময়ে বেনিয়ম করে চাকরি পেতে ইচ্ছুক। এরকম প্রায় ত্রিশ জন প্রার্থী ছিল। তার মধ্যে ১২ জনকেই আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার আরও ৯ জন জিজ্ঞাসাবাদ করল সিবিআই।
ARPITA HAZRA