Kaliagunj Incident | Nabanna: মৃত সন্তানকে ব্যাগে ভরে বাড়ি! কালিয়াগঞ্জের ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল নবান্ন

Last Updated:

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ঘটনায় কড়া মনোভাব স্বাস্থ্য দফতরের। ঘটনার কার্যকারণ তল্লাশে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ছাড়াও, রিপোর্ট চাওয়া হয়েছে জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকেও।

উত্তরবঙ্গ: পাঁচ মাসের মৃত সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মেলেনি অ্যাম্বুল্যান্স৷ বাধ্য হয়ে মৃত শিশুকে ব্যাগে ভরে বাসে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন কালিয়াগঞ্জের বাসিন্দা অসীম দেবশর্মা৷ রবিবারের সেই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়৷ সরকারের তীব্র সমালোচনায় সরব হন বিরোধীরাও৷ ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ অস্বস্তি এড়াতে এবার এই বিষয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিল নবান্ন৷ সূত্রের খবর, কী কারণে এমন ঘটনা ঘটল? উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য দফতর।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ঘটনায় কড়া মনোভাব স্বাস্থ্য দফতরের। ঘটনার কার্যকারণ তল্লাশে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ছাড়াও, রিপোর্ট চাওয়া হয়েছে জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকেও।
advertisement
সোমবারের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। ইতিমধ্যেই নবান্নের উচ্চ মহলের তরফে স্বাস্থ্য দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে।
advertisement
সূত্রের খবর, বিষয়টি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব। তারপর পরপরই জেলাস্তরে রিপোর্ট তলব করেছেন স্বাস্থ্য সচিব৷ জানানো হয়েছে, রিপোর্ট আসার পরেই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kaliagunj Incident | Nabanna: মৃত সন্তানকে ব্যাগে ভরে বাড়ি! কালিয়াগঞ্জের ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল নবান্ন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement