TRENDING:

Primary tet Scam: ২৩ একর জমির মালিক গোপাল! খুলতে চেয়েছিলেন বি এড কলেজও, কোথা থেকে আসত এত টাকা?

Last Updated:

শুধু তাই নয়, গোপাল নিজেও জনা চারেক চাকরি প্রার্থীকে নিয়ে গিয়েছিলেন তাপস মণ্ডলের কাছে। তাপস সেই কাজ না করে দেওয়ায় কুন্তলের সঙ্গেও যোগাযোগ করেন গোপাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কাজের ঠিক ঠিকানা নেই, অথচ সে-ই কি না, ২৩ একর জমির মালিক। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই রেডারে থাকা গোপাল দলপতি ও তাঁর স্ত্রী হৈমন্তীর নামে ২৩ একর জমির সন্ধান পেয়েছে সিবিআই। কী ভাবে নিয়োগ দুর্নীতি চক্রের সদস্য হয়ে উঠেছিলেন এই গোপাল? জেনে নিন ধাপে ধাপে...
advertisement

চিট ফান্ড সংস্থা দিয়ে কর্মজীবনের শুরু। ২০১২ সাল থেকে জমি কিনতে থাকেন গোপাল। অর্থাৎ, জমি দিয়ে কালো টাকা সাদা করার শুরু সেখান থেকেই। তবে, সেই কারসাজি বেশিদিন পুলিশের চোখের আড়াল থাকেনি। এর কিছুদিন পরেই গ্রেফতার হন গোপাল।

আরও পড়ুন: নিমন্ত্রণ পাঠিয়েছিলেন শিল্পী, বদলে শুভাপ্রসন্নের বিরুদ্ধে খাল চুরির অভিযোগ তুললেন কুণাল

advertisement

এই ঘটনার বছর খানেক পরে ২০১৪ সাল নাগাদ তাপস মণ্ডলের সঙ্গে পরিচয় হয় গোপালের। এরপরেই চিট ফান্ডের ব্যবসা থেকে সরে আসেন। সিবিআই সূত্রে খবর, সেই সময় গোপাল ঠিক করেছিলেন পূর্ব মেদিনীপুরে কলেজ ( বি এড, ডি এল এড ) তৈরি করবেন। সেই কলেজ তৈরির জন্যেই তাপস মণ্ডলের সঙ্গে আলাপ করতে গিয়েছিলেন তিনি। কলেজ তৈরির প্রাথমিক পদক্ষেপ হিসাবে গোপালকে নাকি আট লক্ষ টাকাও দিয়েছিলেন। কিন্তু, পরে নানা কারণে সেই কলেজ তৈরি করে উঠতে পারেননি গোপাল। তখন কর্মহীন গোপালকে নিজের মহিষবাথানের অফিসে কাজের সুযোগ দেন তাপস। তারপর থেকে সেখানে চাকরি প্রার্থীদের কাছ থেকে পাওয়া টাকার হিসেব রাখাই পেশা হয়ে যায় গোপালের।

advertisement

আরও পড়ুন: দৃষ্টি ঘোলাটে, গায়ের চামড়া থেকে উঠে আসছে নুন ছাল, সঙ্গে অদ্ভুত আচরণ, এ কী রোগ? Zombie আতঙ্কে তটস্থ আমেরিকা!

শুধু তাই নয়, গোপাল নিজেও জনা চারেক চাকরি প্রার্থীকে নিয়ে গিয়েছিলেন তাপস মণ্ডলের কাছে। তাপস সেই কাজ না করে দেওয়ায় কুন্তলের সঙ্গেও যোগাযোগ করেন গোপাল।

তাপস-কুন্তলের এই নিয়োগ দুর্নীতি চক্রের আনাচকানাচের হদিস পেতে এবার তাই গোপাল দলপতির সম্পত্তির উপরে বিশেষ নজর দিচ্ছে সিবিআই। তাহলে কি, নিয়োগ দুর্নীতির টাকাতেই গোপাল দলপতির এই বিপুল সম্পত্তি? ২৩ একর জমি কী করেই বা কিনেছিলেন গোপাল? কোথা থেকে এসেছিল এত কোটি কোটি টাকা!

advertisement

সিবিআই সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি-সহ রাজ্যের একাধিক জায়গায় গোপালের প্রায় ২৪ টি জমির খোঁজ পেয়েছেন তাঁরা। বেশিরভাগ জমি গোপালের স্ত্রী  হৈমন্তী এবং তাঁর কোম্পানির নামে।

এত জমি কেনার টাকা কোথা থেকে পেয়েছিলেন গোপাল? সূত্রের খবর, সেই প্রশ্নও গোপালকে জিজ্ঞেস করেছিল সিবিআই। উত্তরে যথেষ্ট অসঙ্গতি মিলেছে। এছাড়াও কিছু জমি বিক্রির টাকাও রয়েছে। সেই টাকা কোথায় গেল? তা-ও খোঁজ করে দেখছেন গোয়েন্দারা। তাহলে কি কুন্তলের কথাই সত্যি? গোপাল দলপতির কাছেই গিয়েছিল নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা?

advertisement

ইতিমধ্যেই গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গাঙ্গুলির মুম্বইয়ের সংস্থার অ্যাকাউন্টে ৬৮ লক্ষ টাকার হদিস পেয়েছেন গোয়েন্দারা। আরেকটি অ্যাকাউন্টেও ১২ লক্ষ টাকা গিয়েছে বলে জানা গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary tet Scam: ২৩ একর জমির মালিক গোপাল! খুলতে চেয়েছিলেন বি এড কলেজও, কোথা থেকে আসত এত টাকা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল