এদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মানিক ভট্টাচার্যকে জোকা ইএসআই-তে নিয়ে যায় ইডি। জিজ্ঞাসাবাদের সময় তিনি জানিয়েছেন, তার শরীর অসুস্থ লাগছে সেই কারণে তাকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল টেস্টের জন্য। মানিকের মেডিক্যাল টেস্টের জন্য আগামীকাল, বৃহস্পতিবার তারিখ ছিলই। কিন্তু এদিনই অসুস্থতা বোধ করায় তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। ইডি আধিকারিকরাও মানিকের পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চাইছেন, জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করার জন্য তিনি অসুস্থ বলে দাবি করছেন কিনা।
advertisement
আরও পড়ুন: ৫৮০০০ বেআইনি চাকরি! পাওয়া গিয়েছে সমস্ত প্রমাণ, মানিকের বিরুদ্ধে বিস্ফোরক ইডি
এদিকে, ইডি সূত্রে খবর, প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজগুলো থেকে টাকা তোলা হয়েছে। যার পরিমাণ প্রায় ২.৬৪ কোটি টাকা বলে দাবি ইডির। শুধু তাই নয়, এহেন অভিযোগের কথা রীতিমতও তুলে ধরা হয়েছে আদালতেও। মানিক ভট্টাচার্যকে হেফাজতে চেয়ে ইডির জমা দেওয়া রিমান্ড কপিতে তুলে ধরা হয়েছে এই তোলা আদায়ের অভিযোগ। যা ইডির তরফে ‘ডুয়াল ইকনমি’ বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন: নৈহাটি স্টেশনে ব্যাগের মধ্যে লক্ষ লক্ষ টাকা! অভিযুক্তের পরিচয়ে চমকে উঠল পুলিশ
২০১৮ সালের ২ অক্টোবর মানিক পুত্রের সংস্থার সঙ্গে বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের এগ্রিমেন্ট হয়েছিল এই সকল কলেজগুলির উন্নয়ন ও আপগ্রেডেশনের জন্য কলেজ পিছু ৫০ হাজার করে টাকা জমা দেওয়া হবে মানিকের ছেলের সংস্থায়। তদন্তকারী সংস্থা ইডি আরও দাবি করেছে, তদন্তে উঠে এসেছে ২০১৮ এর অক্টোবর থেকে এপ্রিল ২০১৯ পর্যন্ত মোট ৫৩০ এমন কলেজের থেকে টাকা ঢুকেছে মানিক ভট্টাচার্যর ছেলের সংস্থার অ্যাকাউন্টে।