ইডি সূত্রে খবর, একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয় তাপস মণ্ডলকে। এবার তাঁর দুই হিসাব রক্ষককে তলব করল ইডি। কীভাবে লেনদেন কোটি কোটি টাকা? সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। ইডি সূত্রে খবর, ডি এলএডে (ডিপ্লোমা ইন এলিমেন্টরি এডুকেশন ) এর রেজিস্ট্রেশন অফলাইন কারা কতজন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করিয়েছিলেন তার লিস্ট, ও যাবতীয় নথি তাপস মণ্ডলের থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি।
advertisement
আরও পড়ুন: নজরে দিল্লির বৈঠক, অবশেষে সমস্যা মিটিয়ে সুখবরের আশায় রাজ্য
ইডি সূত্রে খবর, 2018- 20, 2019-21, 2020-22 ডি এলএডে কারা অফ লাইনে রেজিস্ট্রেশন করেছিলেন এই তিনটে সেশনে সেই লিস্ট খতিয়ে দেখে ইডি। যাঁরা অফ লাইন রেজিস্ট্রেশন করেছিলেন তাঁরাই কি চাকরি পেয়েছিলেন ? সেই বিষয়ে তদন্ত করে দেখতে চায় ইডি। কারণ প্রায় ৬০০ কলেজ রয়েছে। যেখানকার বহু স্টুডেন্ট অফলাইন রেজিস্ট্রেশন করেছিল। স্টুডেন্ট প্রতি ৫০০০ টাকা অফ লাইনে নিয়ে মানিক ও মানিকের ঘনিষ্ঠদের একাধিক অ্যাকাউন্টয়ে যেত। ইডি সূত্রে খবর, তাপস মণ্ডল ওই কলেজ গুলির অ্যাসোসিয়েশন সেক্রেটারি। তাই তাপসের বয়ান রেকর্ড করার পর এবার তাঁর হিসাব রক্ষকদের তলব।
আরও পড়ুন: বড় খবর, প্রাথমিকের টেটে নজরে প্রশ্নপত্র! সুরক্ষায় একাধিক পদক্ষেপ পর্ষদের
ইডির দাবি, মানিক ভট্টাচাৰ্যর স্ত্রী ও মৃত্যুঞ্জয় চক্রবর্তী জয়েন্ট অ্যাকাউন্ট মিলেছে। যেখানে ৩ কোটি মিলেছে। ২০১৬ তে মৃত্যুঞ্জয় মারা যান। তা সত্ত্বেও কি করে সিঙ্গেল একাউন্ট না করে জয়েন্ট একাউন্ট এখনো চালাচ্ছেন?এই টাকাও কি তাহলে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা? ইডির দাবি তেমনটাই। মানিকের বাড়ি থেকে যে দুটি সিডি পাওয়া গিয়েছিলো তার মধ্যে একটি সিডিতে ৪০০০ ক্যান্ডিডেট লিস্ট ছিল। তাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন ছিল। এর মধ্যে ২৫০০ জনের চাকরি পেয়েছে।
ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন থেকে যে লিস্ট পাওয়া গিয়েছে সেখানে ২৫০০ নাম আছে বলে দাবি ইডির। কীভাবে চাকরি পেল? তা খতিয়ে দেখছে ইডি। এখনও পর্যন্ত ১০ কোটি টাকা হদিস পেয়েছে ইডি মানিক ও মানিকের আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এই গোটা দুর্নীতিতে ১০০ কোটি টাকা মিলেছে। তার মধ্যে ১০ কোটি টাকা মানিক ও মানিকের ঘনিষ্ঠর ব্যাংক অ্যাকাউন্টয়ে।