এদিকে, অভিষেক – কুন্তলের চিঠি সম্পর্কিত তদন্ত প্রায় পঞ্চাশ শতাংশ হয়েছে বলে আদালতে দাবি করে সিবিআই। জেলের সিসিটিভি ফুটেজ আদালতের কাছে রয়েছে। সেটা না পেলে তদন্ত শেষ করা সম্ভব নয়। আদালতে জানাল সিবিআই। ইতিমধ্যে ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও আদালতে দাবি করেছে সিবিআই। এদিকে, এখনও পর্যন্ত ৩০০ কোটি দুর্নীতির সন্ধান আমরা পেয়েছি। আদালতে দাবি ED-র আইনজীবীর।
advertisement
আরও পড়ুন: হঠাৎ হানা শুভেন্দুর! সঙ্গে স্লোগান, ‘আর নেই দরকার…’, অফিসার নাকি পালিয়ে গিয়েছেন!
আপনাদের আধিকারিকরা তদন্তে দক্ষ তো? ED-কে প্রশ্ন বিচারপতির। উত্তরে ইডি জানায়, ‘নিশ্চই’। জেলে কুন্তল ঘোষের ওপর নজর রাখবেন জেল সুপার। কুন্তল ঘোষের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করবেন জেল সুপার। আদালত চাইলে সেই ফুটেজ পেশ করতে হবে। এমনই নির্দেশ আদালতের।
আরও পড়ুন: আর নয় ‘বহিরাগত’ নেতা, পঞ্চায়েতের জন্য বিরাট সিদ্ধান্ত বিজেপির! দিল্লি থেকে নির্দেশ
প্রথমে কুন্তল ঘোষকে জেলের যে কক্ষে রাখা হয়েছিল, সেখানে কোনো সিসিটিভি ছিল না। পরে যেখানে স্থানান্তর করা হয় সেখানে সিসিটিভি ছিল। – আদালতে দাবি সিবিআই-এর। একমাস পরে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করবে ED।