সূত্রের খবর অনুযায়ী, বোর্ডের বিরুদ্ধে নিয়োগপ্রার্থীদের নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মোট নম্বরের যোগফলে ভুল দেখানোর অভিযোগ বোর্ডের বিরুদ্ধে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, টেট, ইন্টারভিউ, সব মিলিয়ে মোট নম্বরে কম দেখিযে অনেককে কাট আফ মার্কসের আগেই ছিটকে দেওয়ার অভিযোগ।
advertisement
মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি জানান, ‘‘একজন মামলাকারী সুস্মিতা মণ্ডল। তিনি পরীক্ষার সব বিভাগ মিলিয়ে সর্বমোট নম্বর পেয়েছেন ৩০.৫১১। অথচ স্কোর শিটে নাম্বার দেখানো হয়েছে স্কোর শিটে ২৮.৫১১। বোর্ডের সচিবের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে হাইকোর্টকে বিপথে চালিত করার অভিযোগ আমরা আগামী শুনানিতে আনব।’’
আরও পড়ুন: বাজার থেকে ভুলেও কিনবেন না এই ৫ মাছ! ভেতরে গিয়েই ঝাঁঝরা করছে শরীর
প্রাথমিক বোর্ডের আইনজীবী সুস্মিতার সব নম্বর যোগফল করে জানান ২৮.৬৫। এরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।