TRENDING:

Primary Recruitment: যোগ করলে ৩০, স্কোর শিটে ২৮! প্রাথমিকে নম্বর কমিয়ে বঞ্চনা? বিস্ফোরক অভিযোগে কাঠগড়ায় বোর্ড

Last Updated:

Primary Recruitment: বোর্ডের বিরুদ্ধে নিয়োগ প্রার্থীদের নম্বর কমিয়ে বঞ্চনার অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২০ প্রাথমিক নিয়োগে আজব কাণ্ড। বোর্ডের বিরুদ্ধে নিয়োগ প্রার্থীদের নম্বর কমিয়ে বঞ্চনার অভিযোগ। যার ফলে চূড়ান্ত মেধাতালিকা থেকে ছিটকে যান অনেকেই৷ নম্বর সঠিক দেওয়া হয়নি বলেই মেধাতালিকায় জায়গা পাননি প্রার্থীরা, এমনটাই দাবি মামলাকারীদের। অভিযোগ সামনে আসার পর বিস্ময় প্রকাশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।
আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে সৌমিক চৌধুরীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সৌমিকের বয়স ৫০। পুরসভা নিয়োগ মামলায় সৌমিকের মৃত্যুতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রতীকী ছবি।
আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে সৌমিক চৌধুরীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সৌমিকের বয়স ৫০। পুরসভা নিয়োগ মামলায় সৌমিকের মৃত্যুতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রতীকী ছবি।
advertisement

সূত্রের খবর অনুযায়ী, বোর্ডের বিরুদ্ধে নিয়োগপ্রার্থীদের নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মোট নম্বরের যোগফলে ভুল দেখানোর অভিযোগ বোর্ডের বিরুদ্ধে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, টেট, ইন্টারভিউ, সব মিলিয়ে মোট নম্বরে কম দেখিযে অনেককে কাট আফ মার্কসের আগেই ছিটকে দেওয়ার অভিযোগ।

আরও পড়ুন: হৃতিকের সঙ্গে ব‍্যাকগ্রাউন্ডে যে তরুণী নাচছেন চিনতে পারছেন তাঁকে? এখন নামী নায়িকা, এক সুপারস্টারের নজরে আসতেই ঘুরে যায় ভাগ‍্যের চাকা

advertisement

মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি জানান, ‘‘একজন মামলাকারী সুস্মিতা মণ্ডল। তিনি পরীক্ষার সব বিভাগ মিলিয়ে সর্বমোট নম্বর পেয়েছেন ৩০.৫১১। অথচ স্কোর শিটে নাম্বার দেখানো হয়েছে স্কোর শিটে ২৮.৫১১। বোর্ডের সচিবের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে হাইকোর্টকে বিপথে চালিত করার অভিযোগ আমরা আগামী শুনানিতে আনব।’’

আরও পড়ুন: বাজার থেকে ভুলেও কিনবেন না এই ৫ মাছ! ভেতরে গিয়েই ঝাঁঝরা করছে শরীর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রাথমিক বোর্ডের আইনজীবী সুস্মিতার সব নম্বর যোগফল করে জানান ২৮.৬৫। এরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary Recruitment: যোগ করলে ৩০, স্কোর শিটে ২৮! প্রাথমিকে নম্বর কমিয়ে বঞ্চনা? বিস্ফোরক অভিযোগে কাঠগড়ায় বোর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল