মানিক ভট্টাচার্য ছাড়াও চার্জশিট দেওয়া হয়েছে বিভাস অধিকারীর বিরুদ্ধেও। সেই সঙ্গে চার্জশিটে উল্লেখ রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচীর নামও। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই।
advertisement
সূত্রের খবর, ৭০ পাতার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট, প্রতারণা, জালিয়াতি, নথি ও ইলেকট্রনিক ডিভাইস জাল করা-সহ তথ্যপ্রযুক্তি এবং দুর্নীতি দমন আইনে চার্জশিট জমা দেওয়া হয়েছে। কবে প্রাথমিক দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয় সেটাই দেখার।
আরও পড়ুন: চলছে পুজো কার্নিভালের প্রস্তুতি! রবিবার, কার্নিভালের দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া
প্রসঙ্গত, এসএসসি দুর্নীতিতে চাকরি গিয়েছে বহু শিক্ষকের। প্রাথমিকের ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত মামলার রায় এখনও ঝুলে রয়েছে। এর মধ্যেই সিবিআই দুর্নীতি নিয়ে পেশ করল পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট।