শান্তনু ঠাকুর চ্যালেঞ্জের সুরে বলেছেন, ‘‘৫-৬ মাসের মধ্যে সরকার ফেলে দেওয়া হবে।’’ শান্তনু বক্তব্যে ইঙ্গিতপূর্ণ সমর্থণ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।
আরও পড়ুন – Happy Birhday Katrina Kaif: অসম্ভব দারিদ্র্য, যাননি স্কুলে, ভারতে এসে ভাগ্যবদল, ৪০-র ক্যাটরিনার কত সম্পত্তি
সুকান্ত মজুমদারের মতে, “সরকার যে কোনওদিন পড়ে যেতে পারে. পাঁচ ছয় মাসে পড়তেই পারে। সরকার চলে বিধায়কদের সমর্থনে। একটা বড় অংশের বিধায়করা হঠাৎ মনে করতে পারেন তারা এই সরকারকে আর সমর্থন করবেন না। আবার গণআন্দোলনের জেরে কয়েকজন বিধায়ক বলতে পারেন আমরা আর বিধায়ক থাকবো না। সরকার পড়ার অনেক রকম দিক থাকে।” ৩৫৫ ধারা ইস্যুতে সুকান্ত মজুমদার আরও বলেন ‘‘আমরা মনে করি কেন্দ্রীয় সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে।’’
advertisement
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জল্পনা বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
Venkateshawr Lahiri