TRENDING:

Saraswati Puja at Presidency University: অনুমতি দিল না কর্তৃপক্ষ! ক্যাম্পাসের ভিতরে নয়, গেটের বাইরে সরস্বতী পুজোর আয়োজন TMCP-র

Last Updated:

এদিন বিকেলেই ক্যাম্পাসে নিয়ে আসা হয় মূর্তি। প্রেসিডেন্সির মূল গেটের বাইরেই আলপনাও দেন টিএমসিপি-র সমর্থকরা। বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে শুরু হবে পুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত কয়েকদিন ধরেই প্রেসিডেন্সি ক্যাম্পাসে টিএমসিপির সরস্বতী পুজো নিয়ে চলছিল বিতর্ক। ক্যাম্পাসের ভিতরে সরস্বতী পুজো করতে চাইলেও কর্তৃপক্ষ তাতে অনুমতি দেননি। তার জেরেই ক্যাম্পাসের মূল গেটের বাইরেই সরস্বতী পুজোর আয়োজন করছে তৃণমূল ছাত্র পরিষদ। প্রেসিডেন্সির সামনে রাস্তার ফুটপাতের উপর তৈরি  মন্ডপেই বুধবার বিকেলে বসানো হল সরস্বতীর মূর্তি। এদিন বিকেলেই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা মণ্ডপ ও মূর্তি নিয়ে আসে প্রেসিডেন্সির ক্যাম্পাসের গেটের বাইরে। আলপনা দেওয়ার প্রস্তুতিও শেষ।
গেটের বাইরেই হচ্ছে পুজো?
গেটের বাইরেই হচ্ছে পুজো?
advertisement

প্রেসিডেন্সি টিএমসিপির তরফে আহবায়ক প্রান্তিক চক্রবর্তী বলেন "আমরা গতকাল পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পেয়ে বাইরে পুজো করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি ক্যাম্পাসে কখনও না কখনও ভিতরে পুজো হবে।"

আরও পড়ুন- আপনার আর্থিক ভবিষ্যৎ এই ৭ জনের কাঁধে, জানেন কি কারা তৈরি করছেন দেশের বাজেট?

আরও পড়ুন- বাড়ি-ফ্ল্যাট-জমি কিনলে মিলবে সুবিধা? বাজেট ঘিরে বাড়ছে প্রত্যাশা

advertisement

তবে বৃহস্পতিবারের পুজোকে কেন্দ্র করে চমক থাকবে বলে দাবি করছে টিএমসিপি। যদিও কী চমক থাকবে তা খোলসা করেনি তারা। শোনা যাচ্ছে বৃহস্পতিবারের পুজোয় অঞ্জলি দিতে দেখা যাবে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। তৃণমূলের কয়েকজন রাজ্য নেতৃত্বও থাকতে পারেন৷ গত কয়েকদিন প্রেসিডেন্সির ক্যাম্পাসে টিএমসিপি-র সরস্বতী পুজো নিয়ে বিতর্ক চলছিল। টিএমসিপি চেয়েছিল ক্যাম্পাসের ভেতরে সরস্বতী পুজো করতে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল প্রেসিডেন্সি ধর্মনিরপেক্ষ ক্যাম্পাস। আর তাই সেখানে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না।

advertisement

অন্যদিকে টিএমসিপি ছাত্র নেতারা জানিয়েছিলেন ক্যাম্পাসে সরস্বতী পূজো করা থেকে তাদের কেউ আটকাতে পারবেনা। যদিও কর্তৃপক্ষের অনড় মনোভাবে শেষমেষ পিছিয়ে এসেছে টিএমসিপি। প্রেসিডেন্সি গেটের বাইরেই পুজো করার সিদ্ধান্ত নেয় টিএমসিপি নেতৃত্ব। এ প্রসঙ্গে আবশ্য প্রেসিডেন্সি কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাম্পাসের বাইরে কেউ কিছু করলে তাতে কর্তৃপক্ষের কিছু করার নেই। তবে বৃহস্পতিবারে সরস্বতী পুজোয় এসএফআই, আইসির নেতৃত্ব কেও আমন্ত্রণ জানিয়েছে টিএমসিপি। আমন্ত্রণ জানানো হয়েছে প্রেসিডেন্সির কর্তৃপক্ষ থেকে শুরু করে উপাচার্য, রেজিস্টারদেরও। প্রেসিডেন্সি পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজো পালনকে কেন্দ্র করেও তৈরি হয়েছে বিতর্ক। ই-টেন্ডার ডেকে সরস্বতী পুজোর আয়োজন করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যা নিয়েও সরগরম রাজ্য - রাজনীতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Saraswati Puja at Presidency University: অনুমতি দিল না কর্তৃপক্ষ! ক্যাম্পাসের ভিতরে নয়, গেটের বাইরে সরস্বতী পুজোর আয়োজন TMCP-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল