প্রশান্ত কিশোরের সংস্থা আদৌ আর তৃণমূলের হয়ে কাজ করবে কি না, তা নিয়ে বেশ কিছু দিন ধরে জল্পনা চলছিল৷ যার সূত্রপাত পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিতর্ক থেকে৷ দু' রকম প্রার্থী তালিকা নিয়ে দলের অন্দরেই বিভ্রান্তি এবং অসন্তোষ চরমে ওঠে৷ বিষয়টিতে চরম ক্ষুব্ধ হন তৃণমূলনেত্রীও৷ প্রার্থী তালিকা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে পিকে-র সংস্থার মতানৈক্য এবং তার জেরে দু' পক্ষের পাকাপাকি বিচ্ছেদের খবরও সামনে এসেছিল৷
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে অশান্তি চান না, বিরোধীদের দায়ী করেও দলকে সতর্ক করলেন মমতা
যদিও এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের একই মঞ্চে উপস্থিতির পর যাবতীয় জল্পনাতেই দাড়ি পড়ল৷ পিকে-র পাশে বসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ দলের আর এক শীর্ষ নেতা ফিরহাদ হাকিমের সঙ্গেও প্রশান্ত কিশোরকে হেসে গল্প করতে দেখা যায়৷
আরও পড়ুন: নির্দলদের প্রশ্রয় নয়, সাহায্য করলেও কঠোর পদক্ষেপ, নেতাদের কড়া বার্তা মমতার
২০১৯-এ লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর থেকেই শাসক দলের পরামর্শদাতা হিসেবে কাজ করছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক৷
২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয় এবং রণকৌশল নির্ধারণেও বড় ভূমিকা ছিল ভোটগুরু পিকে-র৷ রাজ্যের বাইরেও তৃণমূলের সংগঠন বিস্তারে কাজ করেছে আইপ্যাক৷ ত্রিপুরা, গোয়াতেও তৃণমূলের হয়ে কাজ করেছে আইপ্যাক৷ এ দিন গোয়ায় দলের প্রশংসাও শোনা গিয়েছে তৃণমূলনেত্রীর মুখে৷