২০১১ সালে হাওড়ার এক শিশুর শরীরে পোলিও-র জীবাণুর সন্ধান পাওয়া গিয়েছিল৷ এর পর ২০১৪ সালে ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ কিন্তু তার আট বছর পর ফের স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়িয়ে কলকাতায় পোলিওর জীবাণুর সন্ধান পাওয়া গিয়েছে৷ স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন- শহরে কবে থেকে শুরু রোয়িং? কড়া মনোভাব প্রশাসনের
advertisement
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলে পোলিও-র জীবাণুর খোঁজ মিলেছে৷ যার জেরে মেটিয়াবুরুজ এলাকায় নজরদারি আরও বাড়িয়েছে স্বাস্থ্য দফতর৷ সতর্ক করা হয়েছে রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালকে৷
মেটিয়াবুরুজের ঘটনায় উদ্বিগ্ন কলকাতা পুরসভা। কাউন্সিলর ও স্থানীয় থানাকে পোলিও রোগী আছে কিনা খুঁজে বের করতে নির্দেশ পুর কর্তৃপক্ষের। পাশাপাশি সচেতনতা প্রচারে জোর দিচ্ছে কলকাতা পুরসভা।
আজ পুরসভার জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের জরুরি বৈঠক ছিল পুরসভায়। ছিলেন পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা সংসদ শান্তনু সেন। বৈঠকে পোলিওর জীবাণুর খোঁজ নিয়ে অন্য একটি পথের উল্লেখ করেন শান্তনু সেন।
আরও পড়ুন- হঠাৎ কলকাতা শহরজুড়ে সিবিআই তল্লাশি! সূত্র লুকিয়ে অসমে, কারণ শুনলে চমকে উঠবেন
পোলিও ভ্যাকসিন থেকেও এই ধরনের নমুনা পাওয়া যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। যদিও সব নির্দেশ মাথায় রেখেই পথ অনুসন্ধানে কলকাতা পুরসভার আধিকারিকেরা। নতুন করে পোলিওর জীবাণুর খোঁজ নিয়ে বেশ উদ্বিগ্ন পুরসভা।